হয়তোবা প্রেমে পরেছি
হয়তোবা মনের গহীন রঙ্গিন কিছু কড়া নেড়েছে
যদিওবা স্তব্ধ অন্ধ সময় এখন চারিদিকে
তবুও কেমন মনের গভীরে স্বপ্ন-রঙ্গিন
নিঃশ্বাসে বেড়েছে উঞ্ষতা আর
উপচে পড়েছে ঢেউয়ের উষ্ঞ উচ্ছাস।
যদিও এখন আর এই আমি অার আমি নেই
চক্ষু বুজলে কিংবা অন্ধকারেও-
রঙ্গিন দেখি, স্বপ্ন বুনি
চেয়ে থাকি আনমনে আর
তাইতো বলি-
হয়তোবা প্রেমে পরেছি
নতুন কারোর, নতুন কিছুর
এই পৃথিবীর।।
হয়তোবা এই আনন্দে-
মরে যাব, বেহুশ হব
যদিওবা স্তব্ধ অন্ধ সময় এখন চারিদেকে
তবুও কেমন মনের গভীরে স্বপ্ন-রঙ্গিন
হয়তোবা প্রেমে পরেছি
নতুন কারোর, নতুন কিছুর
এই পৃথিবীর।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।