যে ছবি আমাদের শৈশবে নিয়ে যায়
বৃষ্টি মানে মনের রাজ্যে-
উতাল হাওয়া বওয়া
বৃষ্টি মানে ঘর পালানো
আমার ছেলেবেলা।
ছোটবেলা বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ ছিল। তবুও কে শোনে কার কথা। বৃষ্টি আসবে আর ভিজব না! এটা তো হতে পারে না। আর এ রকমের দৃশ্য আজ শুধু ভেসে বেড়ায় মনের রুপালী পর্দায়। যা একটু হলেও মনের করিয়ে দেয় কোন ছোট্ট বন্ধুর অাঁকা এই ছবিটি।
::::::::::::::::::::ছবি- ইন্টারনেট হতে সংগৃহীত:::::::::::
(চলো আবার ফিরে যাই শৈশবের মায়াকাননে)
উতাল হাওয়া বওয়া
বৃষ্টি মানে ঘর পালানো
আমার ছেলেবেলা।
ছোটবেলা বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ ছিল। তবুও কে শোনে কার কথা। বৃষ্টি আসবে আর ভিজব না! এটা তো হতে পারে না। আর এ রকমের দৃশ্য আজ শুধু ভেসে বেড়ায় মনের রুপালী পর্দায়। যা একটু হলেও মনের করিয়ে দেয় কোন ছোট্ট বন্ধুর অাঁকা এই ছবিটি।
::::::::::::::::::::ছবি- ইন্টারনেট হতে সংগৃহীত:::::::::::
(চলো আবার ফিরে যাই শৈশবের মায়াকাননে)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তরুণ কান্তি ২২/০৮/২০১৮ছেলেবেলার বিরল স্মৃতি।
-
আরণ্যক আরাধ্য ২৪/০৬/২০১৮আসলেই, ফিরে গেলাম সেই স্কুল জীবনে।
-
সেলিম রেজা সাগর ০৪/০৫/২০১৮ফুটোব্লগে ছবি যোগ করতে পারছি না। কেউ কি জানাবেন আমাকে?
-
কামরুজ্জামান সাদ ০৪/০৫/২০১৮বাহ! চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৫/২০১৮হায় শৈশব!
-
সৌরভ ভূঞ্যা ০৩/০৫/২০১৮ছোটবেলাকার কথা খুব মনে পড়ে গেলো।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০৫/২০১৮অসাধারন।
ছেলেবেলার কথা মনে পড়ে গেল।