হৃদয়ের টানে ভালবাসার মানে
এই ভালবাসা ফুরিয়ে যাবার নয় যদি-
ভালবাসতে জান!
এই কাছে আসাই মধুময় নয়
যদি শেষ অবধি ধরে রাখতে না পার!
সংজ্ঞাহীন অবেলায়ও ভালো বেসে-বেসে
মধুময় ফুলময্যা রচতে পার
যদি থাকে মনোবল, ইচ্ছে প্রচুর।
এই কাছে আসা তবু অভিমান
এই দুরে যাওয়া তবুও মনের টান
এই শিহরণ এই অনুভূতি, এই সবকিছু এই প্রকৃতি
এরকম অমলীন ভালবেসে যাওয়া
শুধু এই জীবনের টানে, শুধু হৃদয়ের টানে
ফুরাবে জীবন তবু রয়ে যাবে এই ভালোবাসার মানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ৩১/০৭/২০১৭ভালো লাগলো
-
আলম সারওয়ার ২২/০৫/২০১৭দারুন হয়েছে বলে শুভেচ্ছা থাকল আমার
-
মোহাম্মদ সফিউল হক ১৪/০৫/২০১৭ভালো লাগলো
-
আতাম মিঞা ০৯/০৫/২০১৭খুব ভালো লাগলো...
-
শেখ আজিম উদ্দীন ০৬/০৫/২০১৭অনেক সুন্দর একটি কবিতা।শুভেচ্ছা রইল।
-
মো: মাসুদুর রহমান ০৩/০৫/২০১৭darun
-
আব্দুল হক ০১/০৫/২০১৭রাজহংশ আর রাজহংশীর ছবি , দিয়েছেন, খুব সুন্দর! দারুণ!!
-
মুক্ত মনের বিহঙ্গ ভাবনা ০১/০৫/২০১৭ওহ!
দারণ এক রোমান্টিক কাব্য -
অনিন্দ্য মুশফিক ০১/০৫/২০১৭সুন্দর