এশিয়ার উত্তর কোরিয়ায় চলছে আমেরিকান অাগ্রাসন (কোরিয়ার দিকে অগ্রসারমান আমেরিকা ও জাপানের যুদ্ধ জাহাজ)
''হোয়াইট হাউসের'' নির্দেশে কোরীয় উপদ্বীপের অভিমুখে যায় মার্কিন রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’।’ কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রণতরীটি কোরিয়ার দিকে যাচ্ছে। বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ড জানিয়েছিল, ‘উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমাণবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলার মাধ্যমে যে ব্যাপক ঝুঁকি তৈরি হয়েছে, তা মোকাবিলার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭লেখাটা তথ্যবহুল ছিলো
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৪/২০১৭উত্তর কোরিয়ার পাখা গজিয়েছে!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৩/০৪/২০১৭যুদ্ধ নয়, চাই শান্তি
উন্মত্ততা নয়, চাই মানবিকতা
অধর্ম নয়, চাই ধর্ম আর নৈতিকতা
হিংসা নয়, চাই অহিংসা আর মেলবন্ধন
এশিয়া আর আমেরিকা নয় বৈশ্বিক মেলবন্ধন চাই।