যদি তুমি হও আমারও হিয়া
:
.
যদি বাতাসের বেগে ছুটে চল তুমি
আমি হব আনমনা
যদি স্রোতের বেগে বয়ে চল তুমি
তবে হব দিশেহারা।
যদি তুমি হও শ্রাবণের মেঘ
ঢেকে ফেল এ ভূবন
তোমাকে ছুঁয়ে বৃষ্টি নামাব
মানব না বারণ।
যদি তুমি হও আমারও হিয়া
ভূবন ভেদিয়া আমারও প্রিয়া
তবে তোর লা'গি জান দেব আমি
মান দেব আজনম।
তোর সাথে আরো প্রীতির ডোরে
বাঁধিব এ জনম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৪/২০১৭ছবি ও কবিতা দুটোই সুন্দর!
-
রাবেয়া মৌসুমী ২০/০৪/২০১৭কবি ভাবনার সুন্দর সৃষ্টি,খুব ভালোলাগলো।শুভ কামনা..
-
০।।০ ২০/০৪/২০১৭অনবদ্য লিখন ।। ।। শুভ কামনা নিরন্তর...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৪/২০১৭আপনার ছবিই যেন কবিতা। খুব ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০১৭ধন্যবাদ বন্ধু ভালো থাকবেন।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭সবাইকে কবিতাসংগ্রামী শুভেচ্ছা।
সবাই ভাল থাকবেন এবং সাথে থাকবেন।