ঐকান্তিক ভাবনায় জীবন (পর্ব-৪)
জীবন মানে ছুটন্ত এক পাগলা ঘোড়া। দিগ্বিদিক ছুটে চলতে হয়, মাইল মাইল পার হতে হবে ঘুমিয়ে পরার আগে, শেষ মুহুর্তের আগ পর্যন্ত। অল্প চেষ্টা কিংবা চেষ্টা না করেও অর্জন আবার আজীবন চেষ্টার পরেও বিফল হওয়ার নামই জীবন। তবুও যে সে থেমে থাকে না কোন কিছুতেই। চলছে তো চলবেই। থেমে গেলেও চালিয়ে তাকে চর্চার উপর রেখে নতুন করে প্রতিটি ক্ষণ বেঁচে থাকার এক অনাবিল স্বপ্নের নামই হল জীবন। তারপর.. একদিন জীবনের ঈশান কোনে মেঘ জমে নেমে আসে কালবৈশাখীর তান্ডবলীলা, এক প্রলয় ডঙ্কা। তারপর.. ঠাই হয় সাড়ে তিন হাত জমিতে মাত্র। হ্যাঁ, এই আমাদের শেষ সম্বল সাড়ে তিন হাত জমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭পরিমার্জিত- ১১:২০ এ.এম
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০১৭শুভকামনা রইল।