জীবনের আবহবার্তা
না! আমি আসিনি এখানে-
লেট-নাইট নিউজের আবহ বার্তা শুনে
আমি তা্কাইনি মিল্কিওয়ে কিংবা গালাক্সীর দিকে
মধুচন্দ্রিমার চাঁদ ফুলশয্যা করেছিল কিনা জানিনা
শুধু এই টুক জানি যে চন্দ্র-সুর্যের আকর্ষনে
এ জীবনের জোয়ার-ভাটা, তাদেরও উপেক্ষা করে আমি আজ-
এই নগরীর সদর দরজায় কষাঘাত, ওঠো হে নগর রাণী!
আমি ঠায় দাড়িয়ে প্রহর গুনছি...
অন্দরমহল থেকে যাই আসুক নির্দেশনা ওগো প্রেয়সী!
এই নগরীতে আমার আসা স্বার্থক করবোই,
আমি সমুদ্রের গর্জন শুনব
আমি ভালবাসার কবিতা শুনব
আমি এক জীবনের গান শুনব- গীত গান
আর কি জান তুমি?
সেসব শুনব আর ঘুমপাড়ানির দেশে যাব
তোমাকে নিয়ে
তোমাকে সাথে নিয়ে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৮/০৪/২০১৭ভালো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৪/২০১৭সুন্দর।
-
মধু মঙ্গল সিনহা ১৭/০৪/২০১৭শুভেচ্ছা রইল ।
-
আব্দুল হক ১৭/০৪/২০১৭সুন্দর সুন্দর লিখা উপহার দিচ্ছেন! ধন্যবাদ!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭অসাধারণ কাব্য
-
তাবেরী ১৭/০৪/২০১৭অসাধারণ সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৪/২০১৭সবাইকে জানাই বিল্পবী কবিতাসন্ধ্যার শুভেচ্ছা।