তুমি পার (প্রথম প্রহর)
::::::::০০০০০০০০::::::::::
তুমি পার-
চায়ের কাপে চুমুকে চুমুকে
ছন্দ তুলে
কবিতা বানাতে।
তুমি পার-
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে
কবিতার কফি বানিয়ে
চুমুকেই তৃষ্ণা মেটাতে।
তুমি পার-
হাতে হাত রেখে
উচ্ছাসিত ভালবাসার এক নব আলিঙ্গনে
উষ্ণ ভালবাসা দিতে
এ ব্যাকুল হিয়াকে।
তুমি চাইলেই সাজাতে পার-
আমাকে এই ধরাকে
তোমার মত করে
তোমার হৃদয় স্বপ্ন বুনে
আলতো আদর মেখে।
..:::..
::...:::
চলমান; সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৬/০৪/২০১৭মুগ্ধ হলাম কবি
-
রাবেয়া মৌসুমী ১৬/০৪/২০১৭খুব সুন্দর। শুভ কামনা রইলো..।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৪/২০১৭অনবদ্য। শুভেচ্ছা।
-
মোনালিসা ১৬/০৪/২০১৭ওয়াও
-
মধু মঙ্গল সিনহা ১৬/০৪/২০১৭ভালো হয়েছে!
-
এস এম আলমগীর হোসেন ১৬/০৪/২০১৭ভাল
-
আরিফ মুহাম্মদ ১৬/০৪/২০১৭ধন্যবাদ কবি। তবে ভাবনার আর একটু গভীর হলে আরো ভালো লাগতো। শুভেচ্ছা নেবেন।