আজ ভোরে তোমাকে দেখলাম এক নতুন মোহিনী রুপে
এক নব সাজে দেখলাম তোমাকে আজ ভোরে, খুব ভোরে। এক নতুন সাজে সেজেছিলে তুমি আর তারপরই কেমন যেন আমার চোখ তোমার থেকে সরাতে পারিনি সারাটি দিনেও। হ্যাঁ, পয়লা বৈশাখ এক ভিন্ন অনুভুতি নিয়ে দেখেছি তোমাকে বহুদিন পর আজ সকালে। লজ্জারাঙা বধূর মত কেমন নিশ্চুপ ছিলে তুমি আর সবাই যেন তোমাকে অনমনে দেখছিল অনুভুতির পরম ছোঁয়ায়। মনের একান্ত গহীনে নিয়ে তোমাকে সবাই আদর করেছিল যে যার মত অনুভুতি মাখিয়ে। এখন থেকে আমি প্রতিটি ভোরেই তোমার এই রুপটি দেখতে জাগব চুপি চুপি আর তারপরই নজর দিয়ে থাকব তোমাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ১৭/০৪/২০১৭ভাল লাগল
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৭/০৪/২০১৭এমন সুন্দর ভাবনা ।।।ভাল ।।।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৫/০৪/২০১৭বেশ শিখেছেন,,,অসম্ভব সুন্দর
-
আব্দুল হক ১৫/০৪/২০১৭বেশ সুন্দর! ভালো হয়েছে! ধন্যবাদ!
-
ফয়সাল রহমান ১৫/০৪/২০১৭ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০১৭বেশ তা-ই করুন বন্ধু।