ঐকান্তিক ভাবনায় জীবন- (পর্ব ৩)
জীবন মানে চির বহতা নদী, চিরসবুজ বন কিংবা মরু আর উপত্যকার দুর্গম পথ। যে পথ কখনোই সহজ নয়। স্রোতের প্রতিকুলে সাঁতার কাটার নামই হল- জীবন। শত প্রতিকুলতায়ও ঝাপিয়ে পরতে হবে বাঁধ ভাঙ্গা উষ্ণ উচ্ছাস নিয়ে। পাল তুলে ভেসে চরতে হবে সমুদ্রের বুকে। উত্তাল সেই সমুদ্রের ঢেউ এসে আঁছড়ে পরবে বুকে এই বুকে তবুও জীবন থেমে যাবে না চলতে হবে সেই ঢেউেয়ের বুক চিড়ে উদ্যাম এক সৃষ্টিশীল আনন্দে। এই তো জীবন। তারপর আয়ু ফুরিয়ে যাবে। জায়গা হবে ঘাসফুলের সাথে কিংবা বাঁশ বাগানের এক কোণের মাত্র সাড়ে তিন হাত জমিতে। হ্যাঁ, সাড়ে তিন হাত জমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৪/০৪/২০১৭পরিমার্জত:
-
আব্দুল হক ১৩/০৪/২০১৭সুন্দর লিখেছেন! মোবারকবাদ!
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭সুন্দর কথা লিখেছেন
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৩/০৪/২০১৭সবাইকে জানাই জীবন পথের সংগ্রামী শুভেচ্ছা।