পান্তা ইলিশে নয় বর্ষবরণ হোক সব ভেদাভেদ ভূলে সম্প্রীতির বন্ধনে নির্বিশেষে
বর্ষবরণ মানেই পান্তা ইলিশ কিংবা মাথায় গামছা বাধা নয় বরং পয়লা বৈশাখ হল হাজার বছরের বাঙালির ঐতিহ্যকে এই দিনে সারাটি বছর লালন করার প্রত্যয় ব্যক্ত করা। দান, সাদকা, গরিবদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ সমাজের বিত্তদেরহীনদের খোঁজ-খবর নেওয়ার মাধ্যমে এবং ধনী গরীব নির্বিশেষে একাকার হয়ে এক নব উদ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার নামই হোক বর্ষবরণের রুপ। এই দিনে আমরা যেন বার বার ফিরে পেতে চাই গোয়ার ভরা গরু, গোলা ভরা ধান আর পুকুর খাল বিল নদী নালায় ভরপুর মাছ। আসুন আমরা ইলিশের গায়ে দামের আগুন না জ্বেলে আমরা আমাদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। ''আমরা আমাদের জন্য, আমরা বিশ্ববাসীর জন্য'- এই হোক এবারের বৈশাখের শ্লোগান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১৩/০৪/২০১৭ভাল ভাই
-
মধু মঙ্গল সিনহা ১৩/০৪/২০১৭অনেক ধন্যবাদ।