এই চৈত্রের দাবদাহ কাটিয়ে আসুক পয়লা বৈশাখ হোক বৃষ্টিস্নাত কবিতার উৎসব এই আমন্ত্রণ
চৈত্রের দাবদাহে ক্লান্ত পথিকের ছুটে চলা এক গ্লাস ঠান্ডা জলের আশায় এদিক সেদিক। ঠান্ডা জলেও পথিকের তেষ্টা মেটে না। পথিকের বুকের কথা আটকে থাকে গলায় এসে, স্বর যেন আর বের হয় না মুখ থেকে। কানে যেন সদাই বাজে তার ক্রন্দসী প্রিয়ার মনের কথা। এমনি ক্ষনে দীর্ঘ যাত্রায় হাঁটি-হাঁটি পা-পা করে হাজির হল চৈত্র সংক্রান্তি। ঈশাণ কোনের দিকে পথিক বারাবার তাকায় একখন্ড কালো মেঘের আশায়। কালবৈশাখি আসুক ভয় নেই, তবু এই দাবদাহের অবসান চাই। পথিক লিখতে বসে তার জীবনের অভিজ্ঞতা থেকে। কিন্তু কি লিখবে সে? গান, কবিতা নাকি ভ্রমণ কাহিনী! ছন্দের সমাহার ঘটাবে তাতে নাকি হবে ছন্দহীন। কাব্যিক রুপে মোহময় করে তুলবে নাকি সোজাসাপ্টা ভাবেই উপস্থাপন করবে? এই সব ভাবে শুধু পথিক। তারপর .. সে লিখে যায়-সে-চৈত্রের দাবদাহ কাটিয়ে পয়লা বৈশাখ হোক বৃষ্টিস্নাত কবিতার উতসব। এক উদার আমন্ত্রণ জানায় সকল কবিদের, মন খুরে বৈশাখী আমেজের কবিতা লেখার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৫/০৪/২০১৭ভাল।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১২/০৪/২০১৭সবাইকে আসছে বৈশাখের শুভেচ্ছা
ও কবিতার আড্ডায় আমন্ত্রণ।