সাকিব-অপু ইস্যুতে আবারো কলঙ্কিত বাংলা চলচ্চিত্র জগৎ
এতদিন মিডিয়া জগতের গুজব বলে উড়িয়ে দিলেও এবার অপুর মুখ থেকে বোমা বাষ্ট হওয়ার পরই উত্তাল মিডিয়াপাড়া। এমন ন্যাক্কারজনক ও জঘন্য কাজ করতে পারে নাম্বার-১ পরিচিত সাকিব খান ভক্তরা তা কল্পনাও করতে পারেনি। সাকিবের অপরাধগুলি- মুসলিম পারিবারিক আইন লঙ্ঘন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, হুমকি, ব্ল্যাকেমইলিং, শ্লীলতাহানি, মানবাধিকার লংঘন, বাটপারি, মানবপাচার এবং ধর্ষনেরমত অপরাধ। সবচেয়ে বড় অন্যায় বিয়ে, সন্তান এবং সংসারের পরেও তিনি নিজেকে অবিবিবাহিত দাবী এবং স্ত্রী-সন্তানের স্বীকৃতি দানে অস্বীকৃতি এবং তাদের ভরণ-পোষণ, নিরাপত্তা এবং সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার করা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস, এম, আরশাদ ইমাম ২৫/০৭/২০১৭ঠিক বলেছেন। তবে এর ভিতরে যে রাজণীতি ছিল, এখন নিশ্ছয়ই বুঝতে পারছেন।
-
সোহেল রানা আশিক ২৩/০৪/২০১৭চলচ্চিত্র@@@
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২০/০৪/২০১৭ভালো কথা। শুভেচ্ছা।
-
দীপঙ্কর বেরা ১৫/০৪/২০১৭বাহ, বেশ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৪/২০১৭আমাদের পক্ষ থেকে সাকিবের জন্য রইল- ধিক্কার!
বাংলা চলচ্চিত্র জগৎ থেকে চিরবিদায় দেওয়া হোক নায়ক নামী এই বাটপারকে। যে নারীর মর্যাদা দিতে জানেনা।