ঐকান্তিক ভাবনায় জীবন- (পর্ব ২)
জীবন মানে একটা যুদ্ধের মাঠ। যুদ্ধ করে বেঁচে থাকতে চাও অথবা তোমার প্রজন্মকে টিকিয়ে রাখতে চাও? তবে কি খেতে বসেছ তুমি? তবুও সজাগ দৃষ্টি রাখ শত্রুর আক্রমনের দিক। তুমি হরিণ হলে মিতালী রাখ বানরের সাথে, কারণ বাঘ আসলে সে তোমাকে সরে যেতে অন্তত ইশারা করবে অথবা প্রচুর খিধের কষ্টে তোমাকে মগডাল পেরে দেবে। এটা এমন একটা মাঠ যার এক পাশে আছে বিজয়ীর জন্য পাতা রাজ সিংহাসন আর অপর প্রান্তে পরাজয় বরণকারীর জন্য রয়েছে সাড়ে তিন হাত মেপে রাখা ভূখন্ড। হ্যাঁ, মাত্র সাড়ে তিন হাত জমি। অথচ বেঁচে থাকতে এই প্রাণিটির অস্তিত্ব ছিল এই বিশ্ব ছাড়িয়ে মহাবিশ্বের মাঝে, কিন্তু আজ মাত্র সাড়ে তিন হাত জমি তার জন্য বরাদ্দ। এই তো জীবন। ক্ষণিকের মোহমায়া এই জীবনের খেলাঘর।
:
.
(চলমান) সঙ্গে থাকবেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ১৩/০৪/২০১৭সুন্দর কথা লিখেছেন
-
পরশ ১২/০৪/২০১৭ভাল লিখেছেন ভাই
-
মধু মঙ্গল সিনহা ১১/০৪/২০১৭সবাইকে সংগ্রামী জীবনের শুভেচ্ছা।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১০/০৪/২০১৭চালিয়ে যান।সাথে থাকবো
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০৪/২০১৭সবাইকে সংগ্রামী জীবনের শুভেচ্ছা।