www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বুনোহাঁসের স্বান্ত্বনা


বসে থেকে লাভ কি বল? আনমনে-
কি লাভ বল উদাস দুপুরে প্রেয়সীর ক্রন্দন শুনে
মুসাফির সেজে কেন একাকী নিজেকে কষ্ট দাও সংগোপনে?
একমুঠো রোদ্দুর রাতের কাছে পৌছে দিলে
রাত্রিরা তাড়াবে না ঐ আঁধার কালো,
দিবা স্বপ্ন যদি নিস্তেজ হয়ে পড়ে
গো-ধুলী লগ্নের জীবন ক্রীড়ায়
তবে নিজেকে কষ্ট দিয়ে লাভ কি বল?
এর চেয় ঢের দেখ ঐ বুনোহাঁসেরদল
উড়ে-উড়ে স্বপ্ন বোনে তার চিরসবুজ মনে
পাওয়া আর না পাওয়ার হিসেব নিকাশ বোঝে না সে
তবুও জীবন করে পার এক নদী স্বান্ত্বনা বুকে নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বান্তনা নয় - সান্ত্বনা।
  • ভালোলাগা রইল।
  • প্রশান্তির হিমেল ছোয়া পেলাম
  • মোঃওবায় দুল হক ০৮/০৪/২০১৭
    অসাধারণ
  • মধু মঙ্গল সিনহা ০৮/০৪/২০১৭
    খুব সুন্দর।
  • সবাইকে ধন্যবাদ
  • কতদিন দেখি না বুনোহাঁসের দল।
 
Quantcast