আগামীর বন্ধু ভেবে
জানো মুনা,
রঙ্গিন স্বপ্নে বিভোর না হয়ে আমি
শরতের নরম কাঁশফুল আর
দুধ সাদা রং মেঘের ভেলায় ভেসেছি আজনম
এই মর্ত্যপুরীতে একটি শুভ্র জীবনের আশায়।
আমি মুসাফির সেজে ঘুরেছি দূর্গম পথে
গেঁথেছি কত যে মরমী গান গেয়েছি কোরাশ হয়ে
আমি বেঁধেছি তাহার ঘর যে ভেঙ্গেছে আমার স্বপ্ন
আমি গেয়েছি তাহার তরে যে হেসেছে আমায় নিয়ে
আমি সাজায়েছি এ ভূবন শত্রু-মিত্র'র তরে
শত্রু? সে তো আজকের! আগামীর বন্ধু ভেবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৬/০৪/২০১৭উচ্চ ভাবনা।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০৪/২০১৭বাহ
-
আশুতোষ দালাল ০৫/০৪/২০১৭খুব সুন্দর লেখা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৪/২০১৭১ম পরিমার্জন: ১৩:৩৫:০০
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৫/০৪/২০১৭সবাইকে তারুণ্যমাখা শুভেচ্ছা।।।