www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতার ব-দ্বীপ


::
:
সময়ের স্রোত থমকে গেছে কবির
স্তব্ধ হয়ে গেছে নদী ও মোহনার মাঝে
হ্যাঁ, ঠিক এভাবেই জোয়ার-ভাটার আমন্ত্রনে
যখনই কবি নিস্তব্ধ হয়, ঠিক তখনই
ছন্দের উর্বর পলি জমে এই মোহনায়
তারপর.., কবিতার ব-দ্বীপ তৈরি হয়।
মায়াবী এই দ্বীপে কবি তাবু গাড়বেন
জীবন আর আত্মার টানে কিংবা মৃত্যুর বিরহে
এখানে, কবির এই বাংলোতে রোজ কবিতার আসর বসে
ছন্দে ছন্দে প্রিয় তমাকে নিয়ে,
এই আসর কবিতা লেখার নেশার আসর
এখানে কেউ মদের নেশায় বুদ হয় না
কিংবা কেউ ছিড়ে খায় না বাড়ন্ত কোন বালিকার দেহ,
বরং অনাবিল সুখ আর ছন্দের ভেলায়  ভেসে
প্রিয়াদের নিয়ে জয়গান গাওয়া হয়,
এখানে কারো অপবাদ গাওয়া হয় না
বরং জয়গান গাওয়া হয় মানবতার।
এখানে আসতে পারো তোমরাও-
যারা বুঝে গেছো জীবন সেতো জীবনেরই জন্য
আর জীবনই হল কবিতার আরেক নাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭
    অতি সুন্দর।
  • শাহারিয়ার ইমন ০৩/০৪/২০১৭
    ভাল লাগল পড়ে
  • সুন্দর
  • যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭
    মোহনায় এসে নদীর গতি কমে l কখনো স্তব্ধ হয় l দীর্ঘ যাত্রায় নদী অর্জন করে কত শত উপাদান l তা পলি আকারে জমা হয় l বদ্বীপ তৈরি হয় l নদী অর্থাৎ কবি l নদীর গতি জীবন l পলি হলো জীবনের অনুভব l আর বদ্বীপ অর্থাৎ কবিতা l ভূগোল বিষয় এল কবিতায় l আমি কবিতাটি যেভাবে বুঝলাম, ঠিক বুঝেছি কি না জানি না, তবে এই অনুভবে কবিতাটি পড়ে আনন্দ পেয়েছি l কবিকে ধন্যবাদ l
    • বন্ধু অনেক ধন্যবাদ,

      আসলে কবিতা মানেই তো অনুভবের কথা আর অনুভূতির মিলন।

      কবিতাটি স্বার্থক কিনা জানিনা, তবে আপনার সাবলীল মন্তব্যে আমি এতটুক বুঝতে পেরেছি যে, আপনার মন্তব্যটি অন্তত স্বার্থক।

      কবিতাটি পড়ে আপনার অনন্দ আমাকে উল্লাসিত করেছে।
      আজকের ঢাকা বৃষ্টি স্নাত। আপনার জন্য রইল বৃষ্টিস্নাত শুভেচ্ছা।
 
Quantcast