কবিতার ব-দ্বীপ
::
:
সময়ের স্রোত থমকে গেছে কবির
স্তব্ধ হয়ে গেছে নদী ও মোহনার মাঝে
হ্যাঁ, ঠিক এভাবেই জোয়ার-ভাটার আমন্ত্রনে
যখনই কবি নিস্তব্ধ হয়, ঠিক তখনই
ছন্দের উর্বর পলি জমে এই মোহনায়
তারপর.., কবিতার ব-দ্বীপ তৈরি হয়।
মায়াবী এই দ্বীপে কবি তাবু গাড়বেন
জীবন আর আত্মার টানে কিংবা মৃত্যুর বিরহে
এখানে, কবির এই বাংলোতে রোজ কবিতার আসর বসে
ছন্দে ছন্দে প্রিয় তমাকে নিয়ে,
এই আসর কবিতা লেখার নেশার আসর
এখানে কেউ মদের নেশায় বুদ হয় না
কিংবা কেউ ছিড়ে খায় না বাড়ন্ত কোন বালিকার দেহ,
বরং অনাবিল সুখ আর ছন্দের ভেলায় ভেসে
প্রিয়াদের নিয়ে জয়গান গাওয়া হয়,
এখানে কারো অপবাদ গাওয়া হয় না
বরং জয়গান গাওয়া হয় মানবতার।
এখানে আসতে পারো তোমরাও-
যারা বুঝে গেছো জীবন সেতো জীবনেরই জন্য
আর জীবনই হল কবিতার আরেক নাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭অতি সুন্দর।
-
শাহারিয়ার ইমন ০৩/০৪/২০১৭ভাল লাগল পড়ে
-
আলীমুশ্বান সাইমুন ০৩/০৪/২০১৭সুন্দর
-
যাদব চৌধুুরী ০৩/০৪/২০১৭মোহনায় এসে নদীর গতি কমে l কখনো স্তব্ধ হয় l দীর্ঘ যাত্রায় নদী অর্জন করে কত শত উপাদান l তা পলি আকারে জমা হয় l বদ্বীপ তৈরি হয় l নদী অর্থাৎ কবি l নদীর গতি জীবন l পলি হলো জীবনের অনুভব l আর বদ্বীপ অর্থাৎ কবিতা l ভূগোল বিষয় এল কবিতায় l আমি কবিতাটি যেভাবে বুঝলাম, ঠিক বুঝেছি কি না জানি না, তবে এই অনুভবে কবিতাটি পড়ে আনন্দ পেয়েছি l কবিকে ধন্যবাদ l