অভিমানী (২য় পর্ব)
অভিমানী! তোর লাগি আমার উদাস দুপুর আর ক্লান্ত সারা বেলা। তোর লাগি আমার রক্তাক্ত সন্ধ্যাঁ নিশি যেন ঘোর অমানিশা। সখি তুই কি এখনও সরাতে পারবিনা তোর অভিমানের ঐ ঘোমটা। তুই এখনও তাড়াবি আমাকে দুঃস্বপন হয়ে অবেলায়। তুই এমনই ঝড়াবি শুধ্র শ্রাবণ মেঘের বারি। তুই কি আজনম থাকবি এভাবে আমাকে দিয়ে আড়ি। তুই কি কখনো বোঝাবিনা তোকে আমার কথা ভেবে। আমাকে কাঁদিয়ে নীরবেতে জানি কাঁদবি তুই অবশেষ? স্বপ্ন নীল আর কষ্ট নীল এক নয় শুধু জানি। এই অভিমান অভিমান নয়, ভালবাসা মাখা আড়ি।
অভিমানী: ১ম পর্ব
::> বন্ধু তুমিহীনা
::> আজ বৃষ্টি এসেছিল
:: ছোট গল্প: মোঘল হেরেম মমতাজ রাণী ও তার দুনিয়া কাঁপানো প্রেম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৩/০৪/২০১৭সুন্দর।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০২/০৪/২০১৭সবাইকে সাথে পেয়ে উল্লাসিত আমি!!!
ধন্যবাদ সবাইকে -
কে. পাল ০১/০৪/২০১৭অমায়িক।
শুভেচ্ছা নেবেন।
আমার পাতায় আমন্ত্রন রইলো -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/০৪/২০১৭তুই কি আজনম থাকবি এভাবে আমাকে দিয়ে আড়ি।
বাহ বাহবাহ -
কামরুজ্জামান সাদ ০১/০৪/২০১৭সুন্দর হইছে
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৪/২০১৭সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।