বাঁশির সুরে পাগল-২
ও ভোলা মন হারাসনে তুই
রাখাল বাঁশির সুরে
কোন দেশ তার, অচীনপুরের?
নাকি তারো দূরে।
এই সুর কি রাখাল বাঁশির
নাকি ''হ্যামিলিন''
মনটা কেমন পুড়ছে আমার
সুরে অমলিন।
আয় সখি আয় মালা গেঁথে যাই
বাঁশির সুরে সুরে
যেই নিয়ে যাক, যাকনা নিয়ে!
অচীন কোন দূরে।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কালপুরুষ ৩১/০৩/২০১৭
-
কে. পাল ৩১/০৩/২০১৭ভালো লাগা রেখে গেলাম
-
রাবেয়া মৌসুমী ৩০/০৩/২০১৭মধুময় কবিতা,আমি হয়তো সব লেখা পড়তে পারিনা,তবু যে টুকু পড়ি ভালোলাগে..।
-
মধু মঙ্গল সিনহা ২৯/০৩/২০১৭খুব ভালো লাগলো।
-
শাহারিয়ার ইমন ২৯/০৩/২০১৭বাহ
-
পথের পথিক ২৯/০৩/২০১৭১ম পর্বের পর ২য় পর্বটাও অনেক ভাল ঞয়েছে।।।
এক আকাশ ভালো লাগা রেখে গেলাম