বাঁশির সুরে পাগল
সখি আয় মালা গাঁথি
সুর শুনি ঐ রাখালিয়ার বাঁশি
এই তনু মন শিহরিত হয়
বিভোর স্বপ্ন রাশি রাশি।
কোন সে দূরের এই অজানা
রাখালিয়ার দেশ
বাঁশির সুরে পাগল আমি
অচিন পুরের বেশ।।
বাঁশির সুরে নাচছে দেহ
উদাস তনু মন
তোমার সুরে পাগল আমি
উদাস সারাক্ষণ।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
যাদব চৌধুুরী ৩০/০৩/২০১৭
-
ফয়জুল মহী ২৯/০৩/২০১৭বিশেষভাবে লক্ষণীয় কথামালা ।
-
রাবেয়া মৌসুমী ২৯/০৩/২০১৭বশুড়ীয়া বাজা ও েতামার বাঁশি..
-
Pothik ২৮/০৩/২০১৭Very fine
-
কে. পাল ২৮/০৩/২০১৭ভালো
-
পরশ ২৮/০৩/২০১৭ভালোই লাগলো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৩/২০১৭খুব ভালো।
-
আব্দুল হক ২৮/০৩/২০১৭সুন্দর ছবি ও কবিতা ভালো লেগেছে!
-
তাবেরী ২৭/০৩/২০১৭অসাধারণ,লেখনি বাঁশি সত্তিই মন হরণ করে।
-
লীনা জাম্বিল ২৭/০৩/২০১৭নিঝুম রাতে বাঁশির সুর শুনলেই আনমনা হয়ে যায়
কবিতাটি বেশ হয়েছে, কানে যেন বাঁশির সেই মনোমুগ্ধকর সুর শুনতে পাচ্ছি, শুভ কামনা
কিন্তু মনে হয়েছে ছন্দ যেন কেটে কেটে যাচ্ছে l দু একটি শব্দ ছেঁটে দিলে ছন্দটা রক্ষা পায়, আমার মতে l কবির অনুমতি সাপেক্ষে আমার editing
সখি, আয় মালা গাঁথি
শুনি রাখালিয়া বাঁশি
তনুমন শিহরিত
স্বপ্ন রাশি রাশি l
কোন্ সে দূরের অজানা
রাখালিয়া দেশ
বাঁশির সুরে পাগল হলাম
অচিনপুরের বেশ l l
বাঁশির সুরে নাচছে দেহ
উদাস তনুমন
প্রিয়র সুরে পাগল হলাম
আনমনা প্রতিক্ষণ l
Editing অপছন্দ হলে মন্তব্যকারী ক্ষমাপ্রার্থী l