অভিমানী
অভিমানী! বড় দেখতে ইচ্ছে করে তুই কেমন আছিস। আজও সরাতে পারিসনি তোর অভিমানের ঘোমটাটা আমার থেকে, তাতে কি অনেক ভালো আছিস? যদি ভালো থাকিস তবে তোর অভিমানের ঘোমটাটা অক্ষুন্ন থাকুক আজীবন। দক্ষিনা বাতাস দোল দিয়ে যাক অভীমানির মনে। বসন্তের কৃষ্নচূড়া ফুটুক তোর জীবনের প্রতি ক্ষণে। তবেরে তোর স্বার্থক জীবন আমার উপর অভীমান করেও। তবুও একবার বড় দেখতে ইচ্ছে হয়- হঠাত বৃষ্টির মাঝে যদি তোর সাথে কোনদিন দেখা হয়ে যায় তবে রে তুই কেমন করবি? তখন হয়ত বৃষ্টির ফোঁটারা তোর অভিমানের ঘোমটাটাকে ভিজিয়ে দিবে। তখন এক অন্যরকম বৃষ্টিস্নাত তুই। তখনও কি তুই দৌড়ে পালাবার চেষ্টা করবি? আচ্ছা, যদি বৃষ্টি ভেজা কাদামাটিরা তোর পা টেনে ধরে, যদি দুই চার আঙ্গুল দেবে যাস কাদার মধ্যে তখন তুই কি করবি? না, তোর ইশারা না পেলে তখনও এই ব্যাকুল আমি তোর কাছাকাছি হব না সেদিনও। ভালো থাকিস। প্রত্যাশা....
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৩/০২/২০১৯বেশ লাগল
-
আব্দুল হক ২৮/০৩/২০১৭সুন্দর ছবি ও লিখা, বেশ ভালো লাগল! ধন্যবাদ
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৩/২০১৭খুব ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৬/০৩/২০১৭১ম পরিমার্জন: ২১:৫৩:০০