ক্লান্ত পথিকের দেশে
চৈত্রের দাবদাহে ক্লান্ত পথিক এক আমি
এক গ্লাস জল পাই কই, বলুনতো মশাই?
আমি জলহীন পথে কত যে হেটেছি..
তারপর.. পথ হতে এই পৃথীবির পথে অন্তহীন
আশায় বুক বেঁধে চলেছি পথ-
ঈশাণ কোনের বিদ্যুত চমক দেখে,
এইতো এখনি নামবে বৃষ্টি, ঝড় এ আশায়
এখনি প্রকৃতি মেতে উঠবে এক তান্ডবলীলায়
অতঃপর শান্ত হবে একসময়।
বৃষ্টি-
তুমি কোমলতার পরশ হয়ে এসো এ জীবনে
ক্লান্ত পথিকের তৃষ্ঞা মেটাতে এই জলহীন প্রান্তরে,
ঝড়, বন্যা কিংবা জলোচ্ছাস হয়ে এসোনা
এই পথিকের জীবনে, এই ক্লান্ত পথিকের দেশে।
::::::::::::::::: #####:::::::::::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৭/০৩/২০১৭তুমি এসো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৩/২০১৭খুব সুন্দর। শুভেচ্ছা।
-
মেঘবালিকার রূপকথা ২৬/০৩/২০১৭Very nice
-
মধু মঙ্গল সিনহা ২৬/০৩/২০১৭খুব সুন্দর।
-
তাবেরী ২৬/০৩/২০১৭অসাধারণ হয়েছে।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৩/২০১৭১ম পরিমার্জন: ৯:৪৪:০০
-
রাবেয়া মৌসুমী ২৫/০৩/২০১৭কেন যেন সব কবিতা কবিতা মনে হয়না আমার কাছে,এই কবিতা কবিতা মনে হচ্ছে,খুব সুন্দর।শুভ কামনা।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ২৫/০৩/২০১৭সুন্দর কবিতা
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৩/২০১৭সবাইকে কবিতাসন্ধ্যার শুভেচ্ছা ও নেমন্ত্রণ
কবির এই আড্ডাখানায়।