আজ বৃষ্টি এসেছিল-১
আজ বৃষ্টি এসেছিল তাই আমি বৃষ্টিস্নাত হলাম। আজ আকাশে মেঘ ডেছিল তাই জানালা দিয়ে বাইরে উঁকি দিয়েছিলাম। আজ বৃষ্টির ফোঁটার সাথে কিছুটা অনুভুতি শেয়ার করতে চেয়েছিলাম যাতে কিছুটা হলেও পেছনের কিছু গ্লানির অবসাদ হোক। কিন্তু একি? টিনের চালার বৃষ্টি আর ইটারণ্যের বৃষ্টির এযে আকাশ পাতাল ব্যবধান। এক নদী ও সাগরের ব্যবধান। নাহ! এর চেয়ে আমি বরং আমি পথিক হব। অযুত-অযুত বৃষ্টির ফোঁটার সাথে কথা বলব। মনের মাধুরী মিশিয়ে গান গাইব-
ওগো মেঘ তুমি বৃষ্টি হয়ে ঝড়ে পড়
ঝড়ে পড় আষাঢ়ের জলভরাতুর ফোঁটা হয়ে
নেশার কফিতে তব চুমুক লাগিয়ে শান্ত হব
ওগো! তুমি বারি হয়ে ঝড়ে পর।
ঝড়ে পড় আষাঢ়ের জলভরাতুর ফোঁটা হয়ে
নেশার কফিতে তব চুমুক লাগিয়ে শান্ত হব
ওগো! তুমি বারি হয়ে ঝড়ে পর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১১/২০১৯খুব সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ২৮/০৩/২০১৭খুব সুন্দর।
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০৩/২০১৭খুব ভালল লাগল...।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৫/০৩/২০১৭চৈত্রের দাবদাহের মাঝে
হঠাৎ বৃষ্টি!
সবাইকে বৃষ্টিস্নাত শুভেচ্ছা।।।