বন্ধ কর এই যুদ্ধ যুদ্ধ খেলা
মহা বিশ্বের তুলনায় এই পৃথিবী একটি
ধুলিকণাসম আকৃতি,
ধারনা নয় এটা বিজ্ঞানও জানে
শুধু তাই নয় গবেষণাও বলে।
যদি মাত্র ক'দিনের মুসাফির এখানে
তাবু গেড়ে আছি শরনার্থী শিবিরের ন্যায়
স্থায়ী নয় জানি-
তবুও কেন এত মহাযজ্ঞ, কিসের অংহকার
চারদিকে অহংকারের লেলিহানে জ্বলছে মানবতা
মুহুর্তেই সভ্যতার বিনাশ কেন ডেকে অানে?
একে অন্যের প্রতি আক্রোশে মানবতার কেন এত অবক্ষয়
কেন এই হত্যা, খুন আর বীভতসতা
কেন এই যুদ্ধ যুদ্ধ খেলা,
কেন নিথর দেহ পড়ে থাকে ক্ষুধার জ্বালায়
কেন নিজ দেশেও পরবাসী হই আমরা??
কোথায় মানবাধিকার?
কোথায় বিশ্ব নিরাপত্তা, কারাইবা এর প্রতিষ্ঠাতা
যদি বে-ঈমানের রক্ত থাকে কোন কিছুর ভিতে
তবে কিইবা মানে এই জাতিসংঘের?
সুপ্ত শিহরণ জাগিয়ে এই ধরিত্রীকে
উত্তপ্ত করে নিজের ধ্বংস ডেকে এনোনা,
শোন ঐ প্রলয় ডঙ্কা বাজছে ঐ মহাপ্রলয়ের
ধুনিত তুলার ন্যায় উড়ে উড়ে
ছিটকে পড়া থেকে নিজেকে বাঁচাতে পারবে না কেউ।।
সময় এখনো ডাকছে রে তোদের বে-ঈমান
সততার সাথে কর আত্মসমর্পণ
শয়তানী মনোভাব বন্ধ করে
অায় মানবতার কাতার
বন্ধ কর এউ যুদ্ধ যুদ্ধ খেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০৪/০৪/২০১৭খুব সুন্দর।
-
ফয়সাল রহমান ২৩/০৩/২০১৭দারুন লিখেছেন
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২১/০৩/২০১৭শান্তি দরকার।।।সবার জন্য
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২০/০৩/২০১৭সুন্দর কবিতা
-
রাবেয়া মৌসুমী ২০/০৩/২০১৭সত্যি বিদ্রহে মন মগ্ন ছিল কিছুটা সময়।ভুলে যাই মিছে মায়ায় কেন যে হায়!অপৃর্ব বন্ধু।