অনুভবের কবিতায় ধাঁধা
অনুভবে তব বুনোফুলগুলো
যাই ছুঁয়ে আমি মাগো!
যে শোভা তোমার করে সুশোভিত
সেথা বঞ্চিত করো নাকো।
এই যে আমাকে তোমার তরে
দিয়েছি উজার করি
উঞ্ষ আদরে রেখোগো মাগো!
জরায়ে আমারে ধরি।
..........::চলবে::.........
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ০১/০৪/২০১৭খুব ভালো লাগলো।
-
বিদ্রোহী শিহাব ২২/০৩/২০১৭মায়ের ভালোবাসার নেই যে তুলনা,
কার্বনে সৃষ্ট কলমের কালি শেষ হবে
পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হবে
তবুও মায়ের ভালোবাসার কথা যে
বলে যে শেষ হবে না...
সত্যি আপনার লিখনিতে মুগ্ধ -
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৩/২০১৭সুন্দর ও সাবলীল মন্তব্যের জন্য-
সবাইকে আন্তরিক ধন্যবাদ।।। -
রাবেয়া মৌসুমী ২০/০৩/২০১৭খুব সুন্দর।মায়েরর ভালোবাসা অমলিন।ছবিটা অপৃর্ব হয়েছে বন্ধু।
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ২০/০৩/২০১৭আমি তোমার বুকের মনিক
নাড়ি চিড়া ধন।
ভাললাগা প্রিয় -
সাইয়িদ রফিকুল হক ১৯/০৩/২০১৭ভালো।
-
পরশ ১৯/০৩/২০১৭ভাল
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৩/২০১৭বন্ধুরা,
পড়ুন আর মন্তব্যের ঘরে পরের
দু'-একটি চরণ অনুমান করে লিখুন
আর সঙ্গে থাকুন ধন্যবাদ।।।