যদি বৃষ্টি হয়ে এসো তবে
=
(যদি বৃষ্টি হয়ে এসো তবে....)
=
যদি বৃষ্টি হয়ে ঝড়ে পর তবে আমি বুঝব এই তুমি এলে। আমি বুঝে নেব অসময়ে বৃষ্টি হওয়ার মানে। তুমি এলেই গা ছমছম করবে, এক অজানা শিহরনে শিহরিত হব। সুপ্ত শিহরন কাতুকুতু দিয়ে জাগিয়ে তুলবে আমাকে। তারপর.., টিনের চালায় তোমার হাটার (বৃষ্টির রিমঝিম) শব্দ পেলেই বুঝব এই তুমি এলে, তোমাকে কাছে টেনে নেব। হারিয়ে যাব তোমার মাঝে, আর তারপর...! একাকার হব। তোমাকে নদীর সাথে মিশে যেত দেবনা, যদি ঝর্ণা হও তবুও। মেঘের গর্জন শুনলে আমার ভাল লাগে। কারণ, এই বুঝি তুমি এলে, বৃষ্টি হয়ে ঝড়ে পরলে। তুমি আসবেনা জানি, তবুও এই বুঝি তুমি এ্লে... এরকম এক নদী স্বান্তনাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি ঝর্নার কাছে যাবনা তোমাকে খুঁজতে। আমি নদীর কাছে বলব না তোমার হারিয়ে যাওয়ার ক্ষণটি। আমি শুধু বৃষ্টির পানেই চেয়ে চেয়ে থাকব তুমি ঝড়ে পরার প্রতীক্ষায়। আমি কালের গর্ভে হারিয়ে গেলেও, এক অজানা অধ্যায় রচিত হলেও এই প্রতীক্ষা ফুরিয়ে যাবার নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ৩০/০৩/২০১৭সত্যি ভালো।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১৯/০৩/২০১৭সুন্দর ভাবধারা।।।কবির প্রতি মুগ্ধ