জীবনের যত কথা তত কবিতা
কিছু স্মৃতি জনম-জনম মনের গভীরে
থাকে অমলিন
দিন চলে যায়-
দশ নম্বর মহা-সংকেতও হয় বিলীন,
তবুও যে সেই স্মৃতিগুলো এত.. কাঁদিয়ে বেড়ায়
সেই কান্নারাও যে হয় অমলীন-
দশ নম্বর মহা-সংকেতও যে হয় বিলীন।
কিছু ব্যাথা জীবনে কখনো
ব্যাখা মনে করিনি-
দীক্ষা নিয়েছি, তারপর ....
উপরে ওঠার সিঁড়ি বেয়েছি
তাইতো কিছু মনে করিনি।
কিছু ঋণ শোধের জন্য জীবনে কখনো দুঃস্বপ্ন দেখিনি
সে ঋণের বোঝা মাথায় নিয়ে পথ চলেছি-
চলতে গিয়ে আনন্দ আর কৃতজ্ঞ থেকেছি
যে ঋণের বোঝা অপরের প্রতি কৃতজ্ঞ করেছে
তাতেই যে সব আনন্দ পেয়েছি,
ভূল করেও তাই শোধের জন্য দুঃস্বপ্ন দেখিনি।
কিছু স্বপ্ন জীবনে শুধু স্বপ্নই ভেবেছি
সাত সমুদ্র আর তেরো নদী পেরিয়ে
রাজ কন্যাকে ছিনিয়ে আনিনি,
সেসব শুধু স্বপ্ন ভেবেই-
ডালিম কুমারেরর ঘোড় সাওয়ারে যাইনি,
শুধু স্বপ্ন ভেবেই মনের গহীনে ছবি এঁকেছি।
কিছু প্রদীপ আলোর জন্য জ্বালিয়ে রাখিনি
অাধাঁর তাড়াতে আলোর মিছিলে সাঁতার কেটেছি
দিন চলে যাক, ব্যাথা দুরে থাক
এসব ভেবেই প্রদীপ জ্বেলেছি,
আলোর মিছিলে সাঁতার কেটেছি,
সব হারা হই দুঃখ নেই তাতে
কবিতাগুলো থাকুক অমলীন।।
থাকে অমলিন
দিন চলে যায়-
দশ নম্বর মহা-সংকেতও হয় বিলীন,
তবুও যে সেই স্মৃতিগুলো এত.. কাঁদিয়ে বেড়ায়
সেই কান্নারাও যে হয় অমলীন-
দশ নম্বর মহা-সংকেতও যে হয় বিলীন।
কিছু ব্যাথা জীবনে কখনো
ব্যাখা মনে করিনি-
দীক্ষা নিয়েছি, তারপর ....
উপরে ওঠার সিঁড়ি বেয়েছি
তাইতো কিছু মনে করিনি।
কিছু ঋণ শোধের জন্য জীবনে কখনো দুঃস্বপ্ন দেখিনি
সে ঋণের বোঝা মাথায় নিয়ে পথ চলেছি-
চলতে গিয়ে আনন্দ আর কৃতজ্ঞ থেকেছি
যে ঋণের বোঝা অপরের প্রতি কৃতজ্ঞ করেছে
তাতেই যে সব আনন্দ পেয়েছি,
ভূল করেও তাই শোধের জন্য দুঃস্বপ্ন দেখিনি।
কিছু স্বপ্ন জীবনে শুধু স্বপ্নই ভেবেছি
সাত সমুদ্র আর তেরো নদী পেরিয়ে
রাজ কন্যাকে ছিনিয়ে আনিনি,
সেসব শুধু স্বপ্ন ভেবেই-
ডালিম কুমারেরর ঘোড় সাওয়ারে যাইনি,
শুধু স্বপ্ন ভেবেই মনের গহীনে ছবি এঁকেছি।
কিছু প্রদীপ আলোর জন্য জ্বালিয়ে রাখিনি
অাধাঁর তাড়াতে আলোর মিছিলে সাঁতার কেটেছি
দিন চলে যাক, ব্যাথা দুরে থাক
এসব ভেবেই প্রদীপ জ্বেলেছি,
আলোর মিছিলে সাঁতার কেটেছি,
সব হারা হই দুঃখ নেই তাতে
কবিতাগুলো থাকুক অমলীন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৩/২০১৭খুব ভালো।
-
অস্পষ্ট ছবি ১৭/০৩/২০১৭কবিতাগুলো থাকুক অমলিন। কাব্যিকতা ঝরে পরেছে প্রতিটি লাইনে। শু্ভেচ্ছা কবি।
-
রবিউল হাসান ১৭/০৩/২০১৭অনবদ্য কাব্য কথন।মনের গভীরে দোলা লাগলো।
-
রাবেয়া মৌসুমী ১৭/০৩/২০১৭এমনি করে এগিয়ে যান..
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৭/০৩/২০১৭সবাইকে অসংখ্য ধন্যবাদ
ও শুভেচ্ছা,
বন্ধুগণ!!!!!!!!!!!