যদি ভালবাসো সখি
যদি ভালবাসো সখি-
হাতে হাত রেখে, প্রানেতে রাখিয়া প্রাণ
এ জীবন মান সবই দিয়ে দেব
বিলায়ে বাহারী ফুলের ঘ্রান।
যদি সখি হও তুমি আমারো লাগিয়া
নিশি দিন থাক বসি
পুলকিত হৃদে জোস্না বিলাবো
বাজায়ে বাশের বাঁশি।
যদি সুখ চাও তবে তাও এনে দেব
জোস্না রানীর থেকে
কল্পপুরীর মায়াবী রানীরা
মুগ্ধ তোমাকে দেখে।
যদি সখি হও আর প্রানের টানেতে
হেসে রও কুটি-কুটি
উচ্ছাসিত এই ধরাধামে
এক নতুন আমরা জুটি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ খাঁন ১৮/০৩/২০১৭বেশ ভালো লাগলো
-
কবিতা সখী ০৫/০৩/২০১৭এত করে বলার পরে কবিকে
ভালো না বাসলে যে অনেক কিছু মিস
করতে হবে।
না বাপু!! যাই বল না কেন!!!
আমি এত্ত কিছু মিস করতে পারব না। -
মেহরীন নেহা ০৫/০৩/২০১৭এত্ত এত্ত এত্ত ...
দারুণ হয়েছে
যা এক অপ্রতিদন্ধী
ধন্যবাদ -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৩/২০১৭অনবদ্য।
-
পরশ ০৪/০৩/২০১৭সুন্দর হয়ছে
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৩/২০১৭বেশ প্রেমের উচ্ছ্বাস!
-
মোঃ আল-আমিন সাব্বির ০৪/০৩/২০১৭ভাল