প্রথম স্পর্শের পর
প্রথম স্পর্শের পর-
সরিয়ে ফেলেছি এক ব্যবধান
চীনের মহাপ্রাচীর,
এর পর 'এ্যামা' ডুবুরি হয়ে
মুক্তা কুড়াই আটলান্টিকের তলদেশে।
সেই স্পর্শের পরই-
আমি জয় করেছি তোমার
উত্তর থেকে দক্ষিণ মেরু,
এভারেস্ট, আমাজান আর
নীল দড়িয়ার দেশের পীড়ামিডগুলি।
সেই থেকে আজও-
আমি ঘুরে বেড়াই পথ হতে পথে
তোমার ভুবনের প্রতিটি পরতে।
সেই থেকে এই অবধি-
একটি পেয়ালা চুমে
কফির নেশায় বুদ হয়ে থাকি
একটি বালিশে, শেয়ার করতে দ্বিধা নেই
এভাবেই যেন পথ চলে যায়...মাইল-মাইল
আমরা ঘুমিয়ে পরার আগে।।
::::স্বত্ত্ব সংরক্ষিত:::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১২/০৩/২০১৭
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১২/০৩/২০১৭একটা প্রশ্ন ছিল ,,,শ্রদ্ধেয়।।
এই ওয়েব সাইটে লেখা দিলাম।।
কিন্তু
এডমিন লেখা গুলো দেখছেন না।
ও অনুমোতি দিচ্ছেন না।।
৩টা লেখা অনুমোতি না পেলে
অন্যরা কি এটা দেখতে পাবে???????
দেখার জন্য বা প্রকাশ পাওয়ার জন্য
অনুমোতি কি
প্রধান শর্ত??? -
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ১১/০৩/২০১৭সুন্দর ভাবনা
-
মোমিনুল হক আরাফাত ০৪/০৩/২০১৭nice
-
মেহেদী হাসান (নয়ন) ০৩/০৩/২০১৭খুব ভাল লিখছেন......।।
-
রাবেয়া মৌসুমী ০৩/০৩/২০১৭অসাধারন কবিতা। আমি আপনার সােথ কথা বলেত চাই,গ্রামীন বাইস উনসত্তর পনেরো চল্লিশ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৩/২০১৭ভালো। খুব ভালো। এই ছবিটার লিঙ্ক দরকার।
-
পরশ ০২/০৩/২০১৭অসাম
-
পরশ ০২/০৩/২০১৭ভালো হয়ছে
যদিও আমি কবিতা দিয়েছি