জলরঙে আঁকা একুশের কবিতা
{রিভিউ পোষ্ট/ কবিতা}
এবার হৃদয়ের ক্যানভাসে
একেঁছি এক ছবি জলরঙে-
একটি দেশের, একটি দিনের
উজ্জিবীত করে রাখতে-
রাজপথ রক্তে রাঙানো সেই ক্ষণটি
আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে,
এবার রেখে যাব সেই ছবি
সেই জলরঙে আঁকা ছবিটি-
কবিতা ও গানে, হৃদয়ের সুরে
২১ তুমি ম্লান হবে না কোনদিনও জানি
কবি, কবিতা আর বইয়ের পাতায়
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে
চির ভাস্কর হয়ে থাকবে
অামার জলরঙে আঁকা সেই ছবি,
মা, মাটি আর মানুষের জন্য
রক্তে রাঙানো সেই ক্ষণ
এই ফাগুনের কবিতার দেশের।
একেঁছি এক ছবি জলরঙে-
একটি দেশের, একটি দিনের
উজ্জিবীত করে রাখতে-
রাজপথ রক্তে রাঙানো সেই ক্ষণটি
আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে,
এবার রেখে যাব সেই ছবি
সেই জলরঙে আঁকা ছবিটি-
কবিতা ও গানে, হৃদয়ের সুরে
২১ তুমি ম্লান হবে না কোনদিনও জানি
কবি, কবিতা আর বইয়ের পাতায়
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে
চির ভাস্কর হয়ে থাকবে
অামার জলরঙে আঁকা সেই ছবি,
মা, মাটি আর মানুষের জন্য
রক্তে রাঙানো সেই ক্ষণ
এই ফাগুনের কবিতার দেশের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Mainul ২৬/০২/২০১৭Nice
-
আব্দুল হক ২১/০২/২০১৭নাইস!
-
এস এম আলমগীর হোসেন ২১/০২/২০১৭দারুন। শুভকামনা রইল বন্ধু।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০২/২০১৭খুব ভালো। অনেক শুভেচ্ছা নেবেন প্রিয়। ভালো থাকুন।