সমুদ্রগর্ভ থেকে উঠে আসছে ৩ লক্ষ বর্গাকৃতির এক নতূন মহাদেশ জিলান্ডিয়া
সৃষ্টির রহস্য উন্মোচনে ব্যস্ত বিজ্ঞানীদের অনুমান সত্যি হয়ে গেলে গেলে পৃথিবীবাসীকে এবার জানতে হবে আরো একটি মহাদেশ সম্পর্কে। বিশ্ব ভূগোলের বহু কোটি বছরের পুরনো অবস্থান বদলাতে চলেছে। সাত মহাদেশের বিশ্বে নতুন মহাদেশের উত্পত্তি হচ্ছে। হ্যাঁ, প্রিয় পাঠক নতুন এই মহাদেশের আকৃতির অনুমান করা হয়েছে প্রায় তিন (০৩) লক্ষ বর্গ কিলোমিটার হবে। সমুদ্রস্তনিত পৃথিবীর গর্ভ থেকে উঠে আসবে নতুন এই মহাদেশটি, এবং যার নাম হবে -'জিলান্ডিয়া'। নতুন শিকড়ের সন্ধানে জিলান্ডিয়াকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখতে শুরু করেছে মানুষ। জিলান্ডিয়া, সমুদ্র গর্ভে নিমজ্জিত বিশাল ভূখণ্ড ধীরে ধীরে উপরে উঠে আসছে। বিজ্ঞানীরা বলছেন বহু কোটি বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মধ্যবর্তী বিশাল অংশ সমুদ্রের গভীরে ডুবে যাওয়া সেই অংশই আবার উঠে আসছে। -সূত্র: জি নিউজ ২৪ অবলম্বনে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এস এম আলমগীর হোসেন ১৯/০২/২০১৭বন্ধু কিছু মনে করবেন না কতদিন পর আমার লেখা প্রকাশিত করবে। আমি গতকাল নতুন আইডি খুলছি। দয়া করে বলবেন।
-
সোহান শরীফ ১৮/০২/২০১৭চমৎকার
-
মোনালিসা ১৮/০২/২০১৭নতুন খবর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৮/০২/২০১৭আশ্চর্য পৃথিবীর রুপকথার বাস্তব চিত্র
সঙ্গে থাকুন!! -
তাসফিয়া তাবাস্সুম ইকরা ১৮/০২/২০১৭সত্যিই জানার আছে অনেক কিছু।।
ধন্যবাদ