ওরাকল আবিস্কৃত এক অদ্ভুত জলজানের নাম ইয়ট
তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান 'ওরাকল' আবিস্কৃত এক অদ্ভুত জলযান ইয়ট। এই ইয়টের আকার কিছুটা অদ্ভুত হলেও এর মূল আকর্ষণ আকর্ষণ হলো- এর বাতাসে ভেসে ওঠার সক্ষমতা। কয়েকটি দণ্ডের ওপর ভর করে বাতাসে ভেসে ওঠে জলযানটি। ফলে এর গতি অনেকাংশে বেড়ে যায়। এতে জলযানের সঙ্গে জলের ঘর্ষণ যেমন কমে যায় তেমন ঢেউয়ের প্রতিবন্ধকতা দূর হওয়াসহ আরও কিছু সুবিধা পাওয়া যায়। ফলে দুর্দান্ত গতিবেগ অর্জন করে জলযানটি।
:::::::::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোং নাজিম উদ্দিন ২৩/০৪/২০১৭ভালো
-
ফয়সাল রহমান ১৬/০২/২০১৭ভালো
-
আব্দুল হক ১৫/০২/২০১৭সুন্দর লিখার জন্য ধন্যবাদ!
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০২/২০১৭এটি কবে আবিষ্কৃত হয়েছে? ইয়ট তো বহুকাল আগে থেকে চলছে!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৫/০২/২০১৭বন্ধুরা,
দেখো এবং সঙ্গে থাকো।
::::::::ধন্যবাদ::::::::::