কবিতায় গুলশান ট্রাজেডি ০১০৭২০১৬
সারা দিনের কর্মব্যস্ত দেহটাকে
একটু অাধো-অালোয় বসে
প্রিয়তমার সাথে অথবা
প্রিয় রেষ্টুরেন্টের চেয়ারে গা এলিয়ে
প্রিয় মানুষের সাথে কথা বলতে বলতে
প্রিয় কিছু জিনিষ ঢোঁক গেলা, ফিরিয়ে অানতে
অারেকটি নতুন দিনের প্রাণচঞ্চলতা
হ্যাঁ পাঠক, কিছু অানন্দে অান্দোলিত হয়ে
এ্যাপার্টমেন্টে ফেরার ঠিক পূর্ব মুহুর্তেই
ঘিরে ধরে হায়নার দল, ছিড়ে খায় মাংস
কতগুলো উচ্ছাসিত তাজা প্রাণ করে ধ্বংস
ক্ষত-বিক্ষত করে অার করে নৃশংস..
কী যে বীভৎস সেই হত্যাযজ্ঞ, কত করুন অার্তি!
তবু গলেনি পাষাণ হৃদয় এতটুক।
না ! এ হয় না, এটা ঠিক নয়
এত বড় দুঃস্বপ্ন যে অামাদের মাথার উপর
ডানা ঝাপটাবে, বুঝতেও পারিনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কাবীর ১৪/০৭/২০১৬ঘুরে দাঁড়াবে দেশ, হারবেনা বাংলাদেশ।
-
দেবব্রত সান্যাল ১২/০৭/২০১৬কবিতাটির ভাবনাকে সন্মান জানিয়ে বলি।
ঢোক > ঢোঁক
প্রাণচাঞ্চলতা> প্রাণচঞ্চলতা
মুহুর্ত > মুহূর্ত
উচ্ছাসিত > উচ্ছসিত
পাষান > পাষাণ -
আনিসা নাসরীন ০৯/০৭/২০১৬কি যে হয়ে গেল
-
মনিরুজ্জামান শুভ্র ০২/০৭/২০১৬আমরা সবাই ব্যথিত আমরা সবাই শোকাহত।
-
অঙ্কুর মজুমদার ০২/০৭/২০১৬vlo