www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতায় গুলশান ট্রাজেডি ০১০৭২০১৬



সারা দিনের কর্মব্যস্ত দেহটাকে
একটু অাধো-অালোয় বসে
প্রিয়তমার সাথে অথবা
প্রিয় রেষ্টুরেন্টের চেয়ারে গা এলিয়ে
প্রিয় মানুষের সাথে কথা বলতে বলতে
প্রিয় কিছু জিনিষ ঢোঁক গেলা, ফিরিয়ে অানতে
অারেকটি নতুন দিনের প্রাণচঞ্চলতা
হ্যাঁ পাঠক, কিছু অানন্দে অান্দোলিত হয়ে
এ্যাপার্টমেন্টে ফেরার ঠিক পূর্ব মুহুর্তেই
ঘিরে ধরে হায়নার দল, ছিড়ে খায় মাংস
কতগুলো উচ্ছাসিত তাজা প্রাণ করে ধ্বংস
ক্ষত-বিক্ষত করে অার করে নৃশংস..
কী যে বীভৎস সেই হত্যাযজ্ঞ, কত করুন অার্তি!
তবু গলেনি পাষাণ হৃদয় এতটুক।
না ! এ হয় না, এটা ঠিক নয়
এত বড় দুঃস্বপ্ন যে অামাদের মাথার উপর
ডানা ঝাপটাবে, বুঝতেও পারিনি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাসান কাবীর ১৪/০৭/২০১৬
    ঘুরে দাঁড়াবে দেশ, হারবেনা বাংলাদেশ।
  • কবিতাটির ভাবনাকে সন্মান জানিয়ে বলি।
    ঢোক > ঢোঁক
    প্রাণচাঞ্চলতা> প্রাণচঞ্চলতা
    মুহুর্ত > মুহূর্ত
    উচ্ছাসিত > উচ্ছসিত
    পাষান > পাষাণ
    • দাদা,
      খুব রেগে আছেন বুঝতে পেরেছি।

      আসলে আমি চাই আপনার প্রতিটি (পাঠক সতর্ক বার্তা) লেখা আরো সাহিত্যময় ও পুর্ণাঙ্গ রসময় প্রবন্ধ হয়ে উঠুক। আর মাঝে -মাঝেই আপনার সরব উপস্থিতি কামনা করছি। আমিও (মজা করে) মন্তব্য করেছি। এ্যাটাক করিনি...::
      • রাগ কোথায় দেখলেন ভাই। লেখাটা মন দিয়ে পড়ে, আপনাকে বানান শুদ্ধ করতে সাহায্য করলাম। ভাষার শুদ্ধতা , ভালো লেখার প্রাথমিক শর্ত।
  • আনিসা নাসরীন ০৯/০৭/২০১৬
    কি যে হয়ে গেল
  • আমরা সবাই ব্যথিত আমরা সবাই শোকাহত।
  • অঙ্কুর মজুমদার ০২/০৭/২০১৬
    vlo
 
Quantcast