কারওয়ান বাজারের পর এবার অালাউদ্দিন টাওয়ার ট্রাজেডি
রাজধানীর কারওয়ান বাজারের ''ফায়র ট্রাজেডি'র'' রেশ কাটতে না কাটতেই অাবারো ভয়াবহ অগ্নিকান্ড। রাজধানীর উত্তরার একটি ব্যস্ততম ও অাভিজাত শপিং কমপ্লেক্স- ট্রপিক্যাল অালাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স। প্রাথমিক তদন্তে যতদূর জানা যায়- তাতে দেখা গেছে লিফটের তাঁর ছিড়ে অাগুনের সুত্রপাত হয় এতে এখন পর্যন্ত যতদুর জানা যায় তাতে অন্তত ৬ জনের মৃত্যু ঘটেছে , অাহত/দগ্ধ হয়েছে প্রায় অর্ধ-শত জনের কাছাকাছি অাশংকাজনক অবস্থায় রয়েছেন অনেকে। তবে মার্কেটের বিশাল ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। পরিকল্পিত নগর জীবন কামনা করে অাবারো অন্য কিছু নিয়ে অাসছি অাপনাদের কাছে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। রমজানুল মোবারক।
লেখক..::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসিফ কবির ২৭/০৬/২০১৬
-
Moinar Maa- Rahela ২৬/০৬/২০১৬Good mane ..""::: সেইরাম!
মুক্তমনা ব্লগে আমার ব্লগ গুলো পড়ার অনুরোধ করছি ।