তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ
তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ অতি অল্প সময়ে অনেক দুর আগালেও সাম্প্রতিক সময়ের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং (চুরির) এর মত ঘটনায় অনেকটা পিছিয়ে গেছে দেশ। বিদেশী বিনিয়োগ কারীরা এক এক করে প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে তাদের বিনিয়োগ। কর্মসংস্থান ফিল্ডে বিরাজমান এক থমথমে পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে কেচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মত এক অবস্থা। ২০১৩ সালেও নাকি সোনালী ব্যাংকে হ্যাক হয়েছিল, যা আমারা এখন স্পস্ট জানতে পারছি। বিষয়টি যেমন দুঃখের তেমনি এক বিয়োগান্ত, যাহা সত্যিই হৃদয় বিদারক।
অামরা তথ্য প্রযুক্তির যেমন দ্রুত প্রসার চাই তেমনি চাই এর নিরাপদ সিকিউরিটি ব্যবস্থা। চাই এক নিরাপদ বাংলাদেশ।
অামরা তথ্য প্রযুক্তির যেমন দ্রুত প্রসার চাই তেমনি চাই এর নিরাপদ সিকিউরিটি ব্যবস্থা। চাই এক নিরাপদ বাংলাদেশ।
=:ই-মেইল:= :ওয়েব সাইট.....:
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমিনুল ইসলাম সৈকত ০৬/০৭/২০২১চমৎকার
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৭/০৩/২০২০ভালোই
-
পরশ ০১/০৬/২০১৬ভালো লাগল
-
আজকের চাকরির বাজার বিডি.কম ২৯/০৫/২০১৬ইতিহাস কখনো চেপে রাখা যায়না।
-
পরশ ২৮/০৫/২০১৬সঠিক
-
জে এস সাব্বির ২৮/০৫/২০১৬সোনালী ব্যাংকও হ্যাক হয়েছিল!!! ওফফফ.....