বজ্রপাত ও ত্রাণ তৎপরতায় বাংলাদেশ
(তরুণ্য-বিষয়শ্রেণী: সংবাদ)।
ঢাকা, বাংলাদেশঃ কালবৈশাখী ঝড়ের তেমন তান্ডব নৃত্য না থাকলেও সাম্প্রতিক (২০১৬ তে) বাংলাদেশে বজ্রপাতে নিহতের সংখ্যা রেকর্ড পরিমাণ ছারিয়ে গেছে (সর্বশেষ রেকর্ড অনুযায়ী ৮১ জন)। দেশ-বাসীর মাঝে গত ভুমি কম্পের পর এটা ২য় বৃহত্তম একটা শোকের নাম। যদিও ভুমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হলেও প্রাণহানির পরিমান এত ছিলনা। এরই মাঝে বজ্রপাতে নিহত পরিবারগুলোর দিকে সান্তনার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের ত্রান মন্ত্রনালয়। সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে ত্রান মন্ত্রনালয় হতে নিহতের পরিবারগুলোকে (বজ্রপাতে নিহত) ১০-২৫ (দশ থেকে পঁচিশ) হাজার টাকা করে সহায়তা চেক প্রদান করা হয়েছে। এই পরিমাণ টাকা/সহায়তা নিহতের পরিবারগুলোর অপুরনীয় ক্ষতি পূরণ না হলেও একটি মানবিক সাহায্যের হাত তাদের আশাহত হৃদয়গুলোকে একটু হলেও সান্তনা দিয়েছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরশ ২১/০৫/২০১৬অনেক ভালো লাগলো
-
শাওন মুহাম্মদ ১৯/০৫/২০১৬Good
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১৮/০৫/২০১৬অপূর্ব সংবাদ-----------