জলরঙে আঁকা ছবি
কবিতা: জলরঙে আঁকা ছবি
-মো. ইমরান হোসেন (ইমু)
এবার হৃদয়ের ক্যানভাসে
একেঁছি এক ছবি জলরঙে-
একটি দেশের, একটি দিনের
উজ্জিবীত করে রাখতে-
রাজপথ রক্তে রাঙানো সেই ক্ষণটি
আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে,
এবার রেখে যাব সেই ছবি
সেই জলরঙে আঁকা ছবিটি-
কবিতা ও গানে, হৃদয়ের সুরে
২১ তুমি ম্লান হবে না কোনদিনও জানি
কবি, কবিতা আর বইয়ের পাতায়
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে
চির ভাস্কর হয়ে থাকবে
অামার জলরঙে আঁকা সেই ছবি,
মা, মাটি আর মানুষের জন্য
রক্তে রাঙানো সেই ক্ষণ
এই ফাগুনের কবিতার দেশের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাবেয়া মৌসুমী ১৫/০২/২০১৭বেশ তো জলরঙে আঁকা ছবি।
-
মো: রিদওয়ানুল ইসলাম রিফাত ১১/০২/২০১৭বেশ সুন্দর লিখেছেন।
-
মোনায়েম খান নিজাম ১০/০২/২০১৭বেশ হয়েছে
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১০/০২/২০১৭২য় পরিমার্জিত:::
-
প্রশান্ত কুমার ঘোষ ১০/০২/২০১৭21 অমর
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০২/২০১৭একুশ অমর।
-
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০৯/০২/২০১৭সুন্দর লিখনি, ধন্যবাদ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০২/২০১৭পরিমার্জিত
-
মুহাম্মদ রুমান ০৯/০২/২০১৭nice
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৯/০২/২০১৭একুশের কবিতা!!