জীবন কবিতা ও মহাকাব্য-১
জীবনের প্রতিটা মুহুর্ত যদি
একটা কবিতা হয়,
তবে সারা জীবনের কবিতাগুলোই
মহাকাব্য হয়ে যায়।।
চলেছো তুমি হেলিয়া-দুলিয়া
ছন্দের লয়ে-লয়ে
সেই প্রতিটা ছন্দ গেঁথেছি
কবিতার লাইন করে।
আষাঢ় ছোঁয়ায় বাদল নামে
যায় ভরে যায় মাঠ
আজকের এই কবিতাটি হলো-
তোমার খেয়াঘাট।
একটা কবিতা হয়,
তবে সারা জীবনের কবিতাগুলোই
মহাকাব্য হয়ে যায়।।
চলেছো তুমি হেলিয়া-দুলিয়া
ছন্দের লয়ে-লয়ে
সেই প্রতিটা ছন্দ গেঁথেছি
কবিতার লাইন করে।
আষাঢ় ছোঁয়ায় বাদল নামে
যায় ভরে যায় মাঠ
আজকের এই কবিতাটি হলো-
তোমার খেয়াঘাট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবুল খায়ের ১০/০৬/২০১৮wow
-
মনিরুজ্জামান প্রমউখ ২১/০৫/২০১৮খেয়াঘাট ভরে উঠুক- জলে'র ভালোবাসায়।
-
আবু সাইদ লিপু ১৫/০৫/২০১৮ছন্দবদ্ধ
-
সাঁঝের তারা ১৩/০৫/২০১৮সুন্দর ...
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/০৫/২০১৮খুব ভাল লাগল।
-
suman ১৩/০৫/২০১৮অসাধারণ সহজিয়া অনুভবের প্রকাশ ...কবিকে অভিনন্দন জানাই......