ঘটনা
:::::::::::::সংগৃহীত ছবি: ইন্টারনেট:::::::::::::::::
পর পর তিন দিন মেয়েটার সাথে একই জায়গায় একই সময় দেখা। চতুর্থ দিন সেই একই পথ দিয়ে ফিরতে একটু দেরি হল।
দূর থেকে তাকিয়ে দেখি মেয়েটা কিসের জন্য যেন সেই একই জায়গায় অপেক্ষা করছে আর মাঝে মাঝে স্মার্ট ফোনের ডিসপ্লেতে নিজের চেহারাটা দেখে নিচ্ছে।
তারপরঃ আমি কাছে আসতেই একটা পরিচিত হাসি হেসে বলল, যদি কিছু মনে না করেন একটা ছবি তুলতে পারি?
বললাম-কার ছবি? কিসের ছবি??
মেয়েটি বলল ছবি!
আমি আবার বললাম- কিসের ছবি?
মেয়েটি বলল একটা সুন্দর ছবি!!
আমি বললাম- ওকে.... ডান!
তারপর মেয়েটি দাড়িয়ে রইল অনেকক্ষণ!
দুচোখ ভরে ছবি তুলল, হয়তো মায়াবী কোন ক্ষণের ছবি, যেখানে সে আবদ্ধ করেছে কোন কিছু?
যা আমি ঠিক বুঝলাম না।
এরপরঃ প্রতিদিনই দেখতাম মেয়েটি সেখানে বসে থাকত- আনমনে।
কখনো প্রজাপতি আর কখনোবা নদী দেখত। আমার সাথে কথা হতো অঙ্গভঙ্গিতে।
এরপর একদিন মেয়েটি একটা সেলফি তুলল আমাকে নিয়ে। কিছু না বলেই সে চলে যেতে থাকল...। আর এই প্রথমই আমি মেয়েটির চলে যাবার দিকে ঠায় তাকিয়ে থাকলাম সেই পথের ধারে, নদীরপাশে।
হ্যাঁ, আপন মনে এবং আনমনে.....
অণুগল্প:
(সংশোধিত ও পরিমার্জিত)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ৩০/০৪/২০১৮গল্পজুড়ে কাব্যিক বর্ণনা।ভাল লেগেছে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৪/২০১৮খুব ভাল।