এবার মুরগির ৭ সমুদ্র আর ১৩ নদী পারাপার কাহিনী
সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা শোনা যায় মানুষকে । তাই বলে কি মুরগী! হ্যাঁ, পাঠক ঘটনাটি অবিশ্বাস্য বা রুপকথার মনে হলেও আসল ঘটনাটি কিন্তু সত্যিই। প্রায় দুই বছর ধরে এক অভিযাত্রীর সঙ্গী হয়ে ঘুরছে এক মুরগি নানা সমুদ্রে। ইতোমধ্যেই স্প্যানিশ শাষিত ক্যানারি দ্বীপ থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে তারা ঘুরে বেড়িয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ডে। সেখানে উত্তর দিকে যাত্রা করে তারা গেছে আর্কটিক সাগরে। বর্তমানে তার অবস্থান করছে গ্রিনল্যান্ডে। খবর বিবিসির।
সৌভাগ্যবান ওই মুরগির নাম মনিক আর ঐ অভিযাত্রীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে ওঠায়। মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।
সৌভাগ্যবান ওই মুরগির নাম মনিক আর ঐ অভিযাত্রীর নাম গাইরেক সুডি। ফ্রান্সের ব্রিটানি অঞ্চলে তার বাস। বিশ্ব ভ্রমণের গোড়ার দিকে ২০১৪ সালে ক্যানারি আইল্যান্ডে থেকে সে মনিককে তার জাহাজে ওঠায়। মনিকের কাজ হলো জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।
সুত্র=গাইরেক সুডির মুরগীসহ সমুদ্রযাত্রাঃ-
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈয়দ আলি আকবর, ১৮/০৬/২০১৬DARUN
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১৪/০৬/২০১৬সো.. সুইইট!!
মজার এ্যাডভেঞ্চার!!!
ধণ্যবাদ!!!