স্বদেশ মাতৃভূমি আর পিতৃভূমি
পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষই নিজের দেশকে মাতৃভূমি বলে থাকেন। তবে কিছু দেশ আছে যেখানে মাতৃভূমি নয়, বলা হয় পিতৃভূমি। কোন কোন দেশে আবার মাতৃভূমি ও পিতৃভূমি দুটোই বলা হয়ে থাকে। জার্মানি ও আলবেনিয়ার অধিবাসীরা নিজেদের দেশকে পিতৃভূমি বলতেই বেশি পছন্দ করেন। বেলারুশের বাসিন্দারা তাদের দেশকে কখনও কখনও পিতৃভূমি বলে থাকেন। বুলগেরিয়ায় পিতৃভূমি বলা হয়। হল্যান্ডে অষ্টাদশ শতাব্দীতে দেশকে পিতৃভূমি বলারই রেওয়াজ ছিল। এস্তোনিয়ার মানুষরা দেশের ক্ষেত্রে পিতাকেই বেশি গুরুত্ব দেন। জর্জিয়ানরা একসময় নিজের দেশকে পিতৃভূমি বলতেই পছন্দ করতেন।
প্রাচীনকালে গ্রিসেও দেশকে পিতৃভূমি বলার রেওয়াজ ছিল। আইসল্যান্ডের মানুষ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দেশকে পিতৃভূমি বলতেন। কাজাখস্তান, নরওয়ে, নাইজেরিয়া, থাইল্যান্ড, সুইসরাও একসময় দেশকে পিতৃভূমি বলতেন।in the light of BDP
প্রাচীনকালে গ্রিসেও দেশকে পিতৃভূমি বলার রেওয়াজ ছিল। আইসল্যান্ডের মানুষ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে দেশকে পিতৃভূমি বলতেন। কাজাখস্তান, নরওয়ে, নাইজেরিয়া, থাইল্যান্ড, সুইসরাও একসময় দেশকে পিতৃভূমি বলতেন।in the light of BDP
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৬/২০১৬পড়লাম এবং জানলাম।
-
আসিফ কবির ২৭/০৬/২০১৬ধারুণ ।
-
ময়নার মা- রাহেলা ২৬/০৬/২০১৬ওরে! দারুন অইছে রে!
গুড মানে..:: সেইরাম! -
নবান্নিতা দেব্নাথ ২৩/০৬/২০১৬জেনে ভালো লাগলো ।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২০/০৬/২০১৬Comments & stay close friends.