একটি কবিতা সন্ধ্যা
একটি কবিতা সন্ধ্যার আয়োজনে ব্যস্ত হলাম
কবিতার লাল, নীল আর হাজার রংয়ের ছন্দ আসবে
একটি নান্দনিক আর মসৃন দেহ হবে কবিতার
কাব্য মালায় ভরে যাবে বাংলা কানন কানায়-কানায়।
কবিতায় হলদে পাখীরা ডানা মেলে উড়বে
উড়বে প্রজাপতি, গাইবে পাখিরা গান
মনের সুখে নদী বয়ে যাবে নারীর মতন,
উত্তাল সমুদ্রের দৃপ্ত প্রত্যয় নিয়ে কবিতা হবে প্রত্যয়ী
আঁধারের বুকে জন্ম দেবে প্রভাত আলো।
আলোর মিছিলের অগ্নিকন্যা প্রত্যয়ী কবিতা
একটি আলোর মশাল হবে কবিতা
স্বদেশের আরেক নাম কবিতা
একটি দৃঢ় প্রত্যয়ী আমার কবিতা।
*****Poet******
::Copy wright:::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১২/০৬/২০১৬
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১২/০৬/২০১৬Oh!!! :::
Nice :::::::: -
গোপেশ দে ১২/০৬/২০১৬ভাল
-
বিশ্বামিত্র ১১/০৬/২০১৬চিন্তা শক্তি খুবই ভালো
-
বিশ্বামিত্র ১১/০৬/২০১৬চিন্তা শক্তি বেশ ভালো
দাও আরও ::::::
ধন্যবাদ