প্রিয় বন্ধু দুঃখ নিওনা
প্রিয় বন্ধু,
দুঃখ নিওনা, তোমাদের অনেকটা কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে দেখা না করেই। কারণ সময় আমাদেরকে বন্ধি করে রেখেছে ঘুরির মতন। আর একটু হলেই ছুঁয়ে দেখতে পারতাম তোমাকে। অনেক দিনেও দেখিনি বলে মনটা খুব আনচান করছিল। জীবনের অনেকটা অপুর্ন সাধ পূরণ হত তোমার সাথে এক কাপ চায়ের আড্ডায় মাততে পারলে। কিন্তু না! ঘুড়ির নাটাইয়ের সূতায় টান পড়তেই উত্তাল পদ্মার ঢেউ চিড়ে চলে আসতে হয়েছে। হ্যাঁ সত্যিই ফিরে এসেও ভুলতে পারিনি আমার অসমাপ্ত এ্যাডভেঞ্চারের কথা। বার বার তুমি যেন বলছ আমায় যেটা, সেটা যদি কবিতার ভাষায় তুলে ধরি তবে সেটা হবে এরকম-
''স্বপ্নের ভেতর তুমি, বললে -
চুমুক দাও কফিতে তোমার
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে তৈরি
আমি ধড়ফরিয়ে লাফিয়ে উঠি''
হ্যাঁ বন্ধু, সময়। সময় আমাদেরকে বেধে ফেলেছে তার সীমানায়। সেটা যদি আমি একজন ইংরেজ কবির ভাষায় বলি তবে তার বাংলা অনুবাদ দাড়াবে এরকম-
''মাইল মাইল হব পার আমি ঘুমিয়ে পরার আগে
মাইল-মাইল হব (হতে হবে) পার আমি ঘুমিয়ে পরার আগে''।
দুঃখ নিওনা বন্ধু, আবার দেখা হবে। তোমার জন্য অনেক - অনেক উইশ করে আজ এখানেই ইতি টানছি। লিখব আরো তোমায় নিয়ে।
দুঃখ নিওনা, তোমাদের অনেকটা কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে দেখা না করেই। কারণ সময় আমাদেরকে বন্ধি করে রেখেছে ঘুরির মতন। আর একটু হলেই ছুঁয়ে দেখতে পারতাম তোমাকে। অনেক দিনেও দেখিনি বলে মনটা খুব আনচান করছিল। জীবনের অনেকটা অপুর্ন সাধ পূরণ হত তোমার সাথে এক কাপ চায়ের আড্ডায় মাততে পারলে। কিন্তু না! ঘুড়ির নাটাইয়ের সূতায় টান পড়তেই উত্তাল পদ্মার ঢেউ চিড়ে চলে আসতে হয়েছে। হ্যাঁ সত্যিই ফিরে এসেও ভুলতে পারিনি আমার অসমাপ্ত এ্যাডভেঞ্চারের কথা। বার বার তুমি যেন বলছ আমায় যেটা, সেটা যদি কবিতার ভাষায় তুলে ধরি তবে সেটা হবে এরকম-
''স্বপ্নের ভেতর তুমি, বললে -
চুমুক দাও কফিতে তোমার
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে তৈরি
আমি ধড়ফরিয়ে লাফিয়ে উঠি''
হ্যাঁ বন্ধু, সময়। সময় আমাদেরকে বেধে ফেলেছে তার সীমানায়। সেটা যদি আমি একজন ইংরেজ কবির ভাষায় বলি তবে তার বাংলা অনুবাদ দাড়াবে এরকম-
''মাইল মাইল হব পার আমি ঘুমিয়ে পরার আগে
মাইল-মাইল হব (হতে হবে) পার আমি ঘুমিয়ে পরার আগে''।
দুঃখ নিওনা বন্ধু, আবার দেখা হবে। তোমার জন্য অনেক - অনেক উইশ করে আজ এখানেই ইতি টানছি। লিখব আরো তোমায় নিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১১/০৭/২০১৬
-
মোনালিসা ১১/০৭/২০১৬আপন জনের দুঃখ অনেক কষ্টের
-
নাবিক ১১/০৭/২০১৬Bondhu niye likha sob likhay amar vishon valo lage, apnar tawo valo laglo
সঙ্গে থেকো...::::