www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিশেহারা


চুপি চুপি জল করে-এছি পান
দেখ নাই তবে কেউ
আধাঁরে একা চুপি সারে আমি
জলেতে দিয়েছি ঢেউ।

এপারার সব দুষ্ট ছেলেরা ঘুমে ঘুমে দিশেহারা
তাইতো ওপারে মজনু আমিযে হয়ে আছি মাতোয়ারা
সন্ধ্যা ঘনায়ে এল যখনি আধাঁর কালো এধরা
লাইলী যে মোর ব‌্যাকুল তখনি হয়ে প্রেমে দিশেহারা।

আমার আমিকে সপিয়া তখনি দিয়েযে তাহার তরে
ভুবন ভেদিয়া চলেছি দু'জন স্বর্গলোকের পরে।।




=: কবি :=
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬
    অসমভব সুন্দর!
  • দ্বীপ সরকার ১১/০৬/২০১৬
    বাহ!
  • Wow!! wow!!!
    feeling happiness
    & romance

    Thanks a lot!!
  • ভাল লাগলো। বানান ভুল আছে কিছু, দেখে নিবেন,
    কবিতায় চলিত আর সাধু ভাষা এক সাথে প্রয়োগ করা হয়েছে, কবিতার ভাষায় এটাকে কবিতার কাব্য দোস বলা হয়। একটু খেয়াল রাখবেন । শুভেচ্ছা রইলো।
    • Of Course !!!!
    • ''করে-এছি'' - selected poetic diction.
      বানান ভূল নয়।

      (দোষ) ;;;;

      ধন্যবাদ, সঙ্গেই থাকুন।
      • আধাঁর= আঁধার।
        ধন্যবাদ । দোষটা দেখার জন্য,
        শুভেচ্ছা রইলো । ভাল থাকবেন ।
  • অঙ্কুর মজুমদার ০৯/০৬/২০১৬
    besh vlo
  • চমৎকার!!
    অপূর্ব!!
    অতুলনীয়!!! -------
 
Quantcast