দিশেহারা
চুপি চুপি জল করে-এছি পান
দেখ নাই তবে কেউ
আধাঁরে একা চুপি সারে আমি
জলেতে দিয়েছি ঢেউ।
এপারার সব দুষ্ট ছেলেরা ঘুমে ঘুমে দিশেহারা
তাইতো ওপারে মজনু আমিযে হয়ে আছি মাতোয়ারা
সন্ধ্যা ঘনায়ে এল যখনি আধাঁর কালো এধরা
লাইলী যে মোর ব্যাকুল তখনি হয়ে প্রেমে দিশেহারা।
আমার আমিকে সপিয়া তখনি দিয়েযে তাহার তরে
ভুবন ভেদিয়া চলেছি দু'জন স্বর্গলোকের পরে।।
=: কবি :=
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপ্নময় স্বপন ১৫/০৭/২০১৬অসমভব সুন্দর!
-
দ্বীপ সরকার ১১/০৬/২০১৬বাহ!
-
আজকের চাকরির বাজার বিডি.কম ১০/০৬/২০১৬Wow!! wow!!!
feeling happiness
& romance
Thanks a lot!! -
মনিরুজ্জামান শুভ্র ০৯/০৬/২০১৬ভাল লাগলো। বানান ভুল আছে কিছু, দেখে নিবেন,
কবিতায় চলিত আর সাধু ভাষা এক সাথে প্রয়োগ করা হয়েছে, কবিতার ভাষায় এটাকে কবিতার কাব্য দোস বলা হয়। একটু খেয়াল রাখবেন । শুভেচ্ছা রইলো। -
অঙ্কুর মজুমদার ০৯/০৬/২০১৬besh vlo
-
আজকের চাকরির বাজার বিডি.কম ০৯/০৬/২০১৬চমৎকার!!
অপূর্ব!!
অতুলনীয়!!! -------