www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলো ফিরে যাই নকশি কাঁথার মাঠে।

নতূন বাজেট মানেই বাড়িওয়ালা হঠাৎ নোডিশ- আজ ৩০ জুন, ১লা জুলাই থ্যাকাই বাড়তি ভাড়াটা দিয়া যায়্যেন। মুদি দোকান থেকে এস.এম.এস- আপা মালের দাম বাড়োনে দোকানে অনেক মালের শর্ট আছে একটু কষ্ট করে বাইর থেকে কিন্যা নিয়েন। মোবাইল অপারেটররা গভ.ইনফো নামে- বাড়তি টাকা কাটার এস.এম.এস। স্কুলে, গাড়িতে, হাসপাতালে, প্রাইেভট টিউটর থেকে সবাই প্রায় একই কায়দায় আবেদন। শুধু একটা মেসেজই নাই যে আগামী জুলাই থেকে অপনাদের ইন-কাম ডবল, ত্রিপল কিংবা বেকারদের কর্মসংস্থান হবে। আজ সত্যিই মনে পড়ে কবিদের কবিতায় গ্রামে যাবার আহ্বান।


আজ বাঙ্গালি জসীমউদ্দিনের সেই আহ্বানটি গ্রহণ করতে চায়....
''তুমি যাবে ভাই যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়?
গাচের ছায়ায় লতায় পাতায়
উদাসী বনের বায়।

তুমি যদি যাও সেখনে দেখিবে
মটর লতার সনে.........''  

কিংবা সমসাময়িক কবিদের কবিতায় যেমনটা উঠে এসেছে--

''ইটের অরণ্যের সোনার হরিণ হে!
তুমি আমাকে কোন পথে নিয়ে যাচ্ছ

পৌঠায় ভাত বেড়ে বসে আছে মা
খালুই ভর্তি রুপালি বাঁশ পাতা (মাছ) নিয়ে
দৌড়াইেত দৌড়াইেত আমি বাড়ি যাব
ধান ক্ষেতের আল ধরে দৌড়াইেত-দৌড়াইেত  
আমি বাড়ি যাব
পাট ক্ষেতের আল ধরে দৌড়াইেত-দৌড়াইেত  
আমি বাড়ি যাব,
আমি বাড়ি যাব-আমি বাড়ি যাব''।

Author
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৮২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast