কিউরিসিটি
আধাঁরের দূর্গম পথে এই-ই আমি প্রথম
দূর্গম পথের উৎসুক পথিক এক
হে মঙ্গল, আজো তোমার ভেতরে একটু প্রাণের স্পন্দনের
এক অমলীন বার্তা গ্রাহক আমি, যদি সন্ধান পাই
কোন ঝর্ণা ধারার, নদী কিংবা সমুদ্দুর
আমাকে হরিয়ে যেতে দাও তোমার মাঝে
কিছু সন্ধান করি নতুনের, নতুন এক প্রাণের খেলায়
মেতে উঠি আমরা, চলো আঁধারের বুকে ঘর বানাই
চলো মেতে উঠি এক উষ্ঞ আদর-ভালবাসায়
গতি পাল্টাই ভালবাসার, আলোক বর্ষকে দূরে ফেলে
চলো কিছু খুজে ফিরি, আন্দোলিত হই আজ আমরা।।
Dhaka, BD: E-mail
দূর্গম পথের উৎসুক পথিক এক
হে মঙ্গল, আজো তোমার ভেতরে একটু প্রাণের স্পন্দনের
এক অমলীন বার্তা গ্রাহক আমি, যদি সন্ধান পাই
কোন ঝর্ণা ধারার, নদী কিংবা সমুদ্দুর
আমাকে হরিয়ে যেতে দাও তোমার মাঝে
কিছু সন্ধান করি নতুনের, নতুন এক প্রাণের খেলায়
মেতে উঠি আমরা, চলো আঁধারের বুকে ঘর বানাই
চলো মেতে উঠি এক উষ্ঞ আদর-ভালবাসায়
গতি পাল্টাই ভালবাসার, আলোক বর্ষকে দূরে ফেলে
চলো কিছু খুজে ফিরি, আন্দোলিত হই আজ আমরা।।
(রুপক কবিতা)
Dhaka, BD: E-mail
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজকের চাকরির বাজার বিডি.কম ৩১/০৫/২০১৬
-
মোবারক হোসেন ৩১/০৫/২০১৬ভাল
-
জে এস সাব্বির ৩০/০৫/২০১৬রূপক কবিতার রূপার্থিক ব্যাখ্যাটা দিয়ে দিলে আমরা পাঠক সমাজ বড়ই কৃতঞ্জ হইবো!!
-
ফাহিম খান ৩০/০৫/২০১৬অসাধারণ
Please........