প্রেম আর বর্ষার ছন্দময় কবিতা
বাহিরে বেরোবো বলে ভেবেছিলাম
বৃষ্টিস্নাত হব, হব উচ্ছাসিত, আন্দোলিত
অত:পর কেন যেন বের হইনি,
বৃষ্টির প্রেম আর ছন্দময় কাব্য
আমি অনুভবের গহীনে রেখছি গেঁথে
টিনের চালায় বৃষ্টির রিমঝিম শব্দে
মনে পড়ে ছেলেবেলার ছেলেমি যতসব..
কিন্তু আজ ভাবছি এই ক্ষণে
একটু তরতাজা হব
এক কাপ চায়ের স্বাদে
হ্যাঁ, চায়ের স্বাদে
যা আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে তৈরি
আমি হারিয়ে যাব ছন্দময় কাব্যে
আমি চায়ের চুমুকে তরতাজা হব
আষাঢ়ের জলভরাতুর ফোঁটা দিয়ে তৈরি চায়ে।।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২০/০৬/২০১৮অনেক ভালো লিখা!
-
Shafi md Omar Faruq ২০/০৬/২০১৮ভাল
-
পি পি আলী আকবর ১৯/০৬/২০১৮অসাধারণ
-
তরুণ কান্তি ১৮/০৬/২০১৮বাহ বেশ ভালো লাগলো আপনার সাবলীল লেখা।
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৬/২০১৮Bhalo