আমি আমার কথা ভাবিনি
আমি আমার কথা ভাবিনি
শুধু তোমায় ভেবে ভেবে
নোনা জলে কেটেছি সাতার
হয়েছি সাত সমু্দ্র আর তেরো নদী পার
তবু কথা রাখোনি আমার।
আমাকে ভাবোনি কোনদিন
কোন ক্ষণে, সখাদেরও বলেছ তুমি
কেন ভালবাসবে আমায়
তুমি আর সখারা জানো কিছু সব
তবুও কথা রাখোনি তোমার।
স্বার্থের নির্মম কষাঘাতে পিষ্ঠ তুমি আজ
নিজেকে করেছো বিলীন
যাকে দিয়েছ সব
সে তোমাকে ভাবেনি, ভেবেছে তাকে
তবুও কথা রাখোনি তোমার।।
***Right Reserved****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনীষ তালধী ২৯/০৬/২০১৬দারুন
-
মোনালিসা ২৮/০৬/২০১৬সুন্দর
-
আরিফ মুহাম্মদ ২৮/০৬/২০১৬ভাই আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বিনিত ভাবে বলছি। যদি বক্তব্য টা আর একটু পরিষ্কার করেন তাহলে ভালো হয়।
সেই সাথে বেয়াদবী নেবেনা- আমি বলি কি আপনার মনে হয় আরো বেশি কবিতা পড়া জরুরী। -
অঙ্কুর মজুমদার ২৮/০৬/২০১৬nice
-
নাবিক ২৭/০৬/২০১৬বেশ লাগলো