এইতো সেদিনও
এই তো, সেদিনও কত দম্ভসহকারে বলেছি-
আমি পরাজিত সৈনিক নই, হারতে শিখিনি
হারিয়েছি, কাঁদতে শিখিনি তবে কাঁদিয়েছি
একাই আমি আমার প্রতি, নির্ভরশীল নই কারো প্রতি
তারপর তুমি চেপে রাখা স্পৃহার প্রতিশোধ নিতে
একটু আড়ালে গিয়ে মজা দেখেছ-
কতটা তুমি নির্ভর এই আমি হয়ে গেছি
হ্যাঁ, সত্যিই তাই ভাটা পড়ে যায় মম দেহে
আমার সব সখারা জানে-
তুমি ছাড়া অচল এক প্রাণ আমি আজ বুঝে গেছি
আজ হারতে শিখেছি, কাঁদতে শিখেছি তোমায় নিয়ে
ঝেড়ে ফেলেছি সব দম্ভ, এক মিশুক প্রাণ আজ আমি
তারপর আমি শুধুই তুমি নির্ভর হয়ে গেছি
তোমার মাঝে বেঁচে, তোমাতেই উষ্ঞতা খুজি
আজ আমি এক দাম্ভিক শুধুই তুমি নির্ভর হয়ে গেছি।।
::..কবি..:: ::::Copyright:::
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনীষ তালধী ২৯/০৬/২০১৬খুব ভালো লাগলো
-
সভ্যচাষী সপ্তম ২৪/০৬/২০১৬কতটুকু উষ্ণতায়নে কবি সে দিন দাম্ভিক আমিত্মের বিষর্যন দিয়েছেন। nice
-
কাব্যহীন কবি ২৪/০৬/২০১৬বেশ ভাল লাগল কবি
-
বিশ্বামিত্র ২২/০৬/২০১৬দাম্ভিকতার অনেকগুলো রূপ দেখলাম,ভালই লাগল।তবে"চাঁপা" শব্দটা এখানে বুঝলাম না।মনে হয় অনিচ্ছাকৃত ভুল।শুভেচ্ছা রইল।
-
অঙ্কুর মজুমদার ২১/০৬/২০১৬nice poem
-
গোপেশ দে ২১/০৬/২০১৬সুন্দর
-
সন্দীপ মন্ডল ২১/০৬/২০১৬বেশ আবেশিত