আহ্বান
ধরনীর সবকিছু তোমার মাঝে-
উঁচু-নিচু টিলা, পাহাড়-পর্বতসম
পৃথিবীর ফুসফুস মহাবন আমাজন
নদী, সাগরের উষ্ঞ উত্তাল ঢেউ
আধাঁরের চাদরে মােড়ানো স্ফুলিঙ্গ
আর পবিত্র পানির ঝরনাধারা
হে মোহিনী রুপের ভেলা, কাঁশফুল আর শরতের দুধসাদা মেঘ
আমাকে ঘিরে ধর, আহ্বান কর
এক শ্বাসত তুমি, এক পবিত্র তুমি
দুনিয়ার সব পঙ্কিলতা থেকে অামাকে বাঁচাও,
মুক্ত কর আর পবিত্র কর
হে! কাশফুলের নরম ছোঁয়া।
************ The End**************
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ০৯/০৬/২০১৬বেশ সুন্দর
-
গোপেশ দে ০৮/০৬/২০১৬সুন্দর লেখনি
-
আজকের চাকরির বাজার বিডি.কম ০৬/০৬/২০১৬চমৎকার রুপক!!!